হাওড়া পুরসভার ভোট করা নিয়ে টালবাহানা চলছে। কেন এতদিনে ভোট হল না, এবার রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আট সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে, হাওড়ায় এখনও কেন পুরভোট হল না। ২০২২ সালে হাওড়া থেকে বালি পুরসভাকে পৃথক করার সময় পদ্ধতিগত জটে নির্বাচন আটকে যায়।বছরখানেক আগে এই নির্বাচন না হওয়া নিয়ে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা হয়।২০২৪ সালেই হাইকোর্ট নির্দিষ্ট সময়ে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর করা সম্ভব হয়নি। এবার সেই কারণ জানতে চাইল হাইকোর্ট।

প্রসঙ্গত, হাওড়া পুরসভায়(howrah municipal corporation) শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ওই বছর বামফ্রন্টকে পরাজিত করে পুরবোর্ড তৈরি করে তৃণমূল। কিন্তু ওই বোর্ডের মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। তারপর থেকে এতদিন পর্যন্ত নতুন করে নির্বাচন হয়নি হাওড়া পুরসভায়। পুর দফতর নির্বাচিত প্রশাসকমণ্ডলীই এতদিন পুরসভা পরিচালনা করে আসছে। এর মধ্যে কয়েক বার পুরভোট করানোর চেষ্টা হলেও, বালি পুরসভা নিয়ে জটের কারণে তা হয়নি। ২০১৬ সালে বালি পুরসভাকে প্রথমে হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। তার পরে ২০২১ সালে তা আবার হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে প্রক্রিয়াগত জট তৈরি হয়েছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে বিরোধ বাধে।


–

–


–

–

–

–

–

–

–

–