Sunday, January 11, 2026

হাওড়া পুরসভার ভোট কেন করা যায়নি, জানতে চাইল হাইকোর্ট

Date:

Share post:

হাওড়া পুরসভার ভোট করা নিয়ে টালবাহানা চলছে। কেন এতদিনে ভোট হল না, এবার রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আট সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে, হাওড়ায় এখনও কেন পুরভোট হল না। ২০২২ সালে হাওড়া থেকে বালি পুরসভাকে পৃথক করার সময় পদ্ধতিগত জটে নির্বাচন আটকে যায়।বছরখানেক আগে এই নির্বাচন না হওয়া নিয়ে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা হয়।২০২৪ সালেই হাইকোর্ট নির্দিষ্ট সময়ে নির্বাচন করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর করা সম্ভব হয়নি। এবার সেই  কারণ জানতে চাইল হাইকোর্ট।

প্রসঙ্গত, হাওড়া পুরসভায়(howrah municipal corporation) শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ওই বছর বামফ্রন্টকে পরাজিত করে পুরবোর্ড তৈরি করে তৃণমূল। কিন্তু ওই বোর্ডের মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। তারপর থেকে এতদিন পর্যন্ত নতুন করে নির্বাচন হয়নি হাওড়া পুরসভায়। পুর দফতর নির্বাচিত প্রশাসকমণ্ডলীই এতদিন পুরসভা পরিচালনা করে আসছে। এর মধ্যে কয়েক বার পুরভোট করানোর চেষ্টা হলেও, বালি পুরসভা নিয়ে জটের কারণে তা হয়নি। ২০১৬ সালে বালি পুরসভাকে প্রথমে হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। তার পরে ২০২১ সালে তা আবার হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে প্রক্রিয়াগত জট তৈরি হয়েছে। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে বিরোধ বাধে।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...