Tuesday, December 16, 2025

মহাকুম্ভের দুর্ঘটনায় মোট কতজন নিহত-আহত? সর্বদলীয় বৈঠকে সঠিক সংখ্যা জানানোর দাবি তৃণমূলের

Date:

প্রয়াগরাজের কুম্ভে কতজন প্রাণ হারিয়েছেন, কতজন আহত হয়েছেন, তার সঠিক সংখ্যা জানানো হোক, বৃহস্পতিবার সরকারের ডাকা সর্বদল বৈঠকে দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গেই তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রীয় সরকার, উভয় তরফেই মিথ্যাচার করা হচ্ছে, প্রকৃত ঘটনা চেপে যাওয়া হচ্ছে। এই ইস্যু নিয়ে সংসদের বাজেট অধিবেশনে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস, বৃহস্পতিবার দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে।

উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাত ও বুধবার ভোরে প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় মোট কতজন প্রাণ হারিয়েছেন, তার সঠিক সংখ্যা এখনও প্রকাশ করেনি উত্তরপ্রদেশ সরকার। পুরো বিষয় নিয়ে মুখে কুলুপ কেন্দ্রীয় সরকারেরও। বুধবার যোগী সরকারের তরফে জানানো হয়েছে ৩০ জন প্রাণ হারিয়েছেন কুম্ভে পদপিষ্ট হয়ে। এটা যে মিথ্যাচার, তার প্রমাণ মিলেছে বৃহস্পতিবার। এদিন সকালে উত্তরপ্রদেশের একটি সংবাদ মাধ্যমের স্টিং অপারেশন ভিডিও সামনে এসেছে, যেখানে অন্তত ৬০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। অগণিত মানুষ নিখোঁজ, দাবি এই সংবাদ মাধ্যমের। এর পরেই কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়িয়ে সর্বদল বৈঠকে কুম্ভের প্রকৃত সত্য তুলে ধরার দাবি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাকে সমর্থন জানান বৈঠকে উপস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান।

এর পাশাপাশি তিনি দাবি করেছেন বীমা ও স্বাস্থ্য বীমার উপর থেকে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের ঘোষণা এই বাজেটেই করুক মোদি সরকার। এই ইস্যুতে দীর্ঘদিন ধরেই সোচ্চার তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বীমা ও স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখেছিলেন। তারপরে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয় নিয়ে সোচ্চার হন রাজ্যের অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরে বিরোধী শিবিরের চাপের মুখে পড়ে নীতিগত ভাবে জিএসটি প্র‍ত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও অর্থমন্ত্রকের তরফে এখনও পর্যন্ত তা সরকারি ভাবে জানানো হয়নি। এই আবহেই বীমা ও স্বাস্থ্যবীমার উপর থেকে জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হতে চলা বাজেটে ঘোষণা করার দাবি জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা কমিয়ে এবারের বাজেটে আয়কর ছাড় বাড়ানোর দাবি করেন তিনি।

নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, বৃহস্পতিবারের সর্বদল বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির খসড়া গাইডলাইন নিয়ে আগে রাজ্যগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হোক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে মোদি সরকারের স্বেচ্ছাচারিতা তারা মানবেন না, জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ইস্যুতে সংসদে আলোচনার দাবিও তুলেছেন তিনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, সর্বদল বৈঠকে দাবি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এদিনের বৈঠকে অন্যান্য সাংসদের মধ্যে সব থেকে বেশি ১০ মিনিট বক্তব্য রাখেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই পর্বেই তিনি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মোদি সরকারের ভাবনা এবং জেপিসির ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাকে সমর্থন জানান বিরোধী শিবিরের অন্যান্য সাংসদরাও। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং ইউজিসি ড্রাফট ইস্যুতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানান।

আরও পড়ুন- EXAM I : আইসিএসই, আইএসসি-র প্রশ্নপত্রের সুরক্ষায় নয়া অ্যাপ চালু বোর্ডের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version