Thursday, August 21, 2025

কবে কোথায় হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান ? এল আপডেট

Date:

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। কারণ পাকিস্তানে খেলতে যাবে টিম ইন্ডিয়া। ভারত খেলবে দুবাইয়ে। আর এবার জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । সূত্রের খবর, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন।

এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি ১৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইছেন। লাহোরে সেই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে। এছাড়াও জান যাচ্ছে, তার আগে সংস্কারের পর গদ্দাফি স্টেডিয়াম নতুন করে খোলার কথা ৭ ফেব্রুয়ারি। সেই দিন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন প্রধান অতিথি হিসাবে। এছাড়াও জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়কদের সাংবাদিক বৈঠকও হতে পারে। লাহোরের হুজুরিবাগ কেল্লায় উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। সেখানে বিভিন্ন বোর্ড কর্তা, প্রাক্তন ক্রিকেটার, সরকারি আধিকারিকদের আমন্ত্রণ জানানো হবে। কিন্তু সেখানে ভারত অধিনায়ক রোহিত শর্মা থাকবেন কি না তা জানা যায়নি।

তবে পাকিস্তানের এক সংবাদমাধ্যম রিপোর্টে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও উদ্বোধনী অনুষ্ঠানই হবে না। তবে সেটার কারণ ভারত অধিনায়কের অনুপস্থিতি নয়। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দল দেরি করে পাকিস্তানে পৌঁছবে। আর সেই কারণে উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

আরও পড়ুন- চিলি চিকেন নয় ক্যান্টিনের রাঁধুনিকে চিলি পনির বানানোর আবদার বিরাটের

 

 

 

 

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version