Sunday, January 11, 2026

প্রায় ১৪ বছর পর বিধানসভায় নতুন আসনে বসবেন জ্যোতিপ্রিয়

Date:

Share post:

প্রায় ১৪ বছর পর বিধানসভায় আসন বদল হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।এত দিন বিধানসভায় যে আসন তার জন্য নির্দিষ্ট ছিল, সেখানে বসতে পারবেন না তিনি। কারণ তিনি প্রাক্তন মন্ত্রী। আপাতত তার জন্য নতুন আসন নির্দিষ্ট করা হয়েছে বিধানসভায়।

জানা গিয়েছে,আগামী বাজেট অধিবেশনে থাকবেন তিনি। ২০১১ সাল থেকে তিনি রাজ্যের পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১০ বছর খাদ্যমন্ত্রী ছিলেন। ২০২১ সালে তিনি বন দফতরের দায়িত্ব পান। এমনকী, হাবড়ার তিন বারের বিধায়ক জ্যোতিপ্রিয়। ২০০১ সাল থেকে তিনি রাজ্য বিধানসভার সদস্য। আগে বিরোধী আসনে বসতেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর ট্রেজারি বেঞ্চে তার জায়গা হয়েছিল।

রেশন দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালে তাকে গ্রেফতার করে ইডি। ১৪ মাস জেলবন্দি ছিলেন।গত ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু এখন তার মন্ত্রীত্ব না থাকায় বিধানসভায় পুরনো আসনে বসতে পারবেন না প্রাক্তন খাদ্য এবং বনমন্ত্রী।যদিও জেলমুক্তির পর তাকে বিধানসভার দু’টি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বও দেওয়া হয়েছে। লোকাল ফান্ড অ্যাকাউন্ট এবং অচিরাচরিত শক্তি দফতরের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পেয়েছেন।

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। বর্তমানে জ্যোতিপ্রিয় মন্ত্রী নন ঠিকই, তিনি উত্তর ২৪ পরগনার হাবড়ার বিধায়ক।বিধানসভা সূত্রে জানা গিয়েছে, তার জন্য ট্রেজারি বেঞ্চের কাছে তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষের পাশের আসনটি বরাদ্দ করা হয়েছে।এ বার থেকে ট্রেজারি বেঞ্চের কাছে নতুন আসনে বসবেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...