একদিকে যখন সম্পর্কের জটে ইএম বাইপাসে তরুণীর উপর আক্রমণের খবর শিরোনামে, ঠিক তখনই বৃহস্পতিবার রাতে শহর কলকাতার বুকে আরও এক রক্তারক্তি কাণ্ড। সল্টলেক (Saltlake) ৫ নম্বর জলের ট্যাংকের পাশে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী। পাশে ছিল একটি স্কুটি। দ্রুত খবর দেওয়া হয় বিধাননগর থানায়। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রাতের অন্ধকারে সল্টলেকের ৫ নম্বর জলের ট্যাংকের কাছে ওই যুবক কী করছিলেন বা কীভাবে তাঁর মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণে মৃত্যু নাকি খুন করা হয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ। মৃতের নাম ভিক্টর গঙ্গোপাধ্যায় (Victor Ganguly), বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

–
–

–
–

–

–

–

–


–

–
