Saturday, November 1, 2025

মধ্যবিত্তের মন জয়ে আপতত আয়কর কমিয়ে জটিল অঙ্কে ফাঁসালো কেন্দ্র

Date:

গাল ভরা কথায় করছাড়ের কথা বললেও আদতে মধ্যবিত্তকে কর কাঠামোর জটিল অঙ্কে ফাঁসালো কেন্দ্র। শনিবার, লোকসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Budget) পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। সবার নজর ছিল আয়কর (Income Tax) ছাড়ের দিকে। বাজেট ভাষণের একেবারে শেষে ব্যক্তিগত কর ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। এতটা শুনে যখন সবাই উচ্ছ্বসিত, তখন ইতি গজ-র মতো নির্মলা জানান, এই কর ছাড়ের পরিকাঠামো লাগু হবে শুধুমাত্র বেতনভোগীদের উপর। মূলধন থেকে আয়ে এই ছাড় কার্যকর নয়। সেখানে বার্ষিক ৪লক্ষ টাকা উপর আয়ে কর দিতে হবে।
আরও খবর: ভোটের রাজনীতি বাজেটে, বিহার নির্বাচনের কথা মাথায় রেখেই নির্মলার পরনে মধুবনী!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা (Nirmala Sitaraman) বাজেট পড়ার সময় তিনি বলেন, “মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“ জানান, চাকরিজীবীদের ব্যক্তিগত আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না। সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৭৫ হাজার টাকাই থাকছে। ফলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।

অবশ্য এর পরেই ব্যাখ্যা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, এই ছাড় শুধু মাত্র বেতনভোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ মূলধন থেকে আয়ে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে। ৮-১২ লাখ টাকার ১০%, ১২-১৬ লাখ টাকার ক্ষেত্রে ১৫% এবং ২৪ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আগের মতোই ৩০% কর বহাল রয়েছে।

নির্মলার ঘোষণা অনুযায়ী, কেউ যদি চাকরির পাশাপাশি অন্য কোনও মূল থেকে আয় করেন সেখানে তাঁকে কর দিতে হবে। অর্থাৎ স্টার্টআপের মাধ্যমে ব্যবসা শুরু করা মধ্যবিত্তর বিনিয়োগকারীদের ক্ষেত্রে তেমন শ্বস্তি মিলল না।

সাধারণ বাজেট ঘোষণার আগে মধ্যবিত্ত থেকে শিল্পমহল- সবারই বাজেটে আয়করে (Income Tax) ছাড় দেওয়ার দাবি ছিল। এই মধ্যবিত্তর ক্ষেত্রে কিছু স্বস্তি হলেও উচ্চ আয়ের ক্ষেত্রে তেমন সুবিধা মিলবে না। সার্বিক ভাবে সেই দাবির সমানে মোদি সরকার আপাত কর ছাড়া দিলেও এই অঙ্কের আড়ালে আদপে স্বস্তি কম বলেই মত অর্থনৈতিক মহলের।

অর্থবর্ষের ২০২৫-২৬ একনজরে আয়কর হার:
বেতনভোগীদের আয় ১২ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত
মূলধন থেকে আয়
০-৪ লক্ষ টাকা: করমুক্ত
৪-৮ লক্ষ টাকা: ৫%
৮-১২ লক্ষ টাকা: ১০%
১২-১৬ লক্ষ টাকা: ১৫%
১৬-২০ লক্ষ টাকা: ২০%
২০-২৪ লক্ষ টাকা: ২৫%
২৪ লক্ষ টাকা বেশি: ৩০%

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version