Wednesday, August 20, 2025

গাল ভরা কথায় করছাড়ের কথা বললেও আদতে মধ্যবিত্তকে কর কাঠামোর জটিল অঙ্কে ফাঁসালো কেন্দ্র। শনিবার, লোকসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Budget) পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। সবার নজর ছিল আয়কর (Income Tax) ছাড়ের দিকে। বাজেট ভাষণের একেবারে শেষে ব্যক্তিগত কর ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। এতটা শুনে যখন সবাই উচ্ছ্বসিত, তখন ইতি গজ-র মতো নির্মলা জানান, এই কর ছাড়ের পরিকাঠামো লাগু হবে শুধুমাত্র বেতনভোগীদের উপর। মূলধন থেকে আয়ে এই ছাড় কার্যকর নয়। সেখানে বার্ষিক ৪লক্ষ টাকা উপর আয়ে কর দিতে হবে।
আরও খবর: ভোটের রাজনীতি বাজেটে, বিহার নির্বাচনের কথা মাথায় রেখেই নির্মলার পরনে মধুবনী!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা (Nirmala Sitaraman) বাজেট পড়ার সময় তিনি বলেন, “মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“ জানান, চাকরিজীবীদের ব্যক্তিগত আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না। সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৭৫ হাজার টাকাই থাকছে। ফলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।

অবশ্য এর পরেই ব্যাখ্যা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বলেন, এই ছাড় শুধু মাত্র বেতনভোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ মূলধন থেকে আয়ে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে। ৮-১২ লাখ টাকার ১০%, ১২-১৬ লাখ টাকার ক্ষেত্রে ১৫% এবং ২৪ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আগের মতোই ৩০% কর বহাল রয়েছে।

নির্মলার ঘোষণা অনুযায়ী, কেউ যদি চাকরির পাশাপাশি অন্য কোনও মূল থেকে আয় করেন সেখানে তাঁকে কর দিতে হবে। অর্থাৎ স্টার্টআপের মাধ্যমে ব্যবসা শুরু করা মধ্যবিত্তর বিনিয়োগকারীদের ক্ষেত্রে তেমন শ্বস্তি মিলল না।

সাধারণ বাজেট ঘোষণার আগে মধ্যবিত্ত থেকে শিল্পমহল- সবারই বাজেটে আয়করে (Income Tax) ছাড় দেওয়ার দাবি ছিল। এই মধ্যবিত্তর ক্ষেত্রে কিছু স্বস্তি হলেও উচ্চ আয়ের ক্ষেত্রে তেমন সুবিধা মিলবে না। সার্বিক ভাবে সেই দাবির সমানে মোদি সরকার আপাত কর ছাড়া দিলেও এই অঙ্কের আড়ালে আদপে স্বস্তি কম বলেই মত অর্থনৈতিক মহলের।

অর্থবর্ষের ২০২৫-২৬ একনজরে আয়কর হার:
বেতনভোগীদের আয় ১২ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত
মূলধন থেকে আয়
০-৪ লক্ষ টাকা: করমুক্ত
৪-৮ লক্ষ টাকা: ৫%
৮-১২ লক্ষ টাকা: ১০%
১২-১৬ লক্ষ টাকা: ১৫%
১৬-২০ লক্ষ টাকা: ২০%
২০-২৪ লক্ষ টাকা: ২৫%
২৪ লক্ষ টাকা বেশি: ৩০%

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version