Saturday, January 10, 2026

আজ আইএসএল-এ মিনি ডার্বি, মহামেডানের সামনে মোহনবাগান

Date:

Share post:

আজ আইএসএল-এ মিনি ডার্বি। আইএসএল-এ আজ মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে লিগ-শিল্ড খেতাব ধরে রাখার লক্ষ্যে শনিবার মহামেডানকে হারিয়ে আরও একধাপ এগোতে চায় মোহনবাগান। প্রতিপক্ষ মহামেডান যতই লিগ টেবিলে সবার নিচে থাকুক, যতই মাঠের বাইরের সমস্যায় জর্জরিত হোক, তাদের সমীহ করছেন মোহনবাগান কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনা।

ম্যাচের আগে একটু হলেও চিন্তা বাড়িয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পেয়েছেন তিনি। শুক্রবারও রিহ্যাব করেছেন। ধরেই নেওয়া যায়, মহামেডানের বিরুদ্ধে আলবার্তোকে খেলানোর ঝুঁকি নেবেন না কোচ জোসে মোলিনা। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাকে হয়তো খেলবেন টম অলড্রেডের পাশে। রক্ষণে আরও একটি বদল করতেই হচ্ছে মোহনবাগান কোচকে। কার্ড সমস্যায় আগের ম্যাচে না থাকা আশিস রাই ফিরছেন রাইট ব্যাকে। লেফট ব্যাকে যথারীতি শুভাশিস বসু। মাঝমাঠ ও আক্রমণভাগে গত দু’দিন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কম্বিনেশন পরখ করে নিয়েছেন মোলিনা। শেষ পাঁচ ম্যাচে সেভাবে গোল আসেনি। বেঙ্গালুরু ম্যাচে লিস্টন কোলাসোর অনবদ্য গোল অনেক ভুলত্রুটি ঢেকে দিয়েছে। বড় ম্যাচের আগে বাগানের স্প্যানিশ কোচ বললেন, ‘‘আমাদের আরও গোল করতে হবে। তবে সবসময় গোল হয় না। ছেলেরা খুব পরিশ্রম করছে। সবাই মিলে আক্রমণ করার পাশাপাশি রক্ষণও করছে। তাই ওদের দোষ দিতে পারি না। মহামেডান ম্যাচ কঠিন হবে। ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করবে। আশা করি, আমরা ভাল করব।”

মোহনবাগান রক্ষণে আলবার্তো না থাকার সুযোগটা নিতে চাইছে মহামেডান। নতুন বিদেশি মার্ক আন্দ্রে শমারবককে খেলিয়ে চমক দিতে চাইছে সাদা-কালো ব্রিগেড। মহামেডান বেঞ্চে কোচিংয়ের দায়িত্বে আপাতত থাকছেন মেহরাজউদ্দন ওয়াডু। মহামেডানের অন্তর্বর্তী হেড কোচ বললেন, ‘‘বড় ম্যাচ সবসময় ৫০-৫০। বেতন সমস্যা থাকলেও ছেলেরা পেশাদার। ওরা মাঠে নেমে সেরাটা দেবে। সমর্থকদের খুশি করার চেষ্টা করব আমরা।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

মায়েদের আদালতে মোদিবাবু বন্দি! হুঙ্কার অভিষেকের, সুজাতার জয় নিয়ে বড় বার্তা

বাঁকুড়ার মাটিতে বিজেপির বিসর্জন নিশ্চিত করতে শনিবার শালতোড়ায় রণসংকল্প সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাঁকুড়ায় কী করেছে বিজেপি? রিপোর্ট কার্ড-চ্যালেঞ্জ অভিষেকের, বিধানসভায় ১২-০ করার ডাক

১২ বছর ধরে কেন্দ্রে বিজেপি। বিজেপিকে জিজ্ঞেস করুন বাঁকুড়ায় এই ১২বছর কী করেছে? রিপোর্ট কার্ড দেখাক। শনিবার, বাঁকুড়ার...

কথা রাখলেন গাভাসকর, সুরের ছন্দে সুপারহিট দুই বিশ্বকাপজয়ী

কথায় আছে জুটিতে লুটি। সুনীল গাভাসকরের (Sunil Gavaskar )সঙ্গে জেমাইমা রডরিগেজের(Jemimah Rodrigues) গানের জুটি সুপারহিট। গান গাইলেন হিট...

মুখ্যমন্ত্রীর অভিযোগে তৎপর পুলিশ: সিসিটিভি ফুটেজ, ডিভিআর সংগ্রহ

আইপ্যাক কর্ণধার ও আইপ্যাক দফতরে ইডি তল্লাশির জেরে জোড়া এফআইআর দায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেক্সপিয়র সরণী থানায় (Shakespeare...