Monday, November 3, 2025

আজ আইএসএল-এ মিনি ডার্বি, মহামেডানের সামনে মোহনবাগান

Date:

Share post:

আজ আইএসএল-এ মিনি ডার্বি। আইএসএল-এ আজ মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে লিগ-শিল্ড খেতাব ধরে রাখার লক্ষ্যে শনিবার মহামেডানকে হারিয়ে আরও একধাপ এগোতে চায় মোহনবাগান। প্রতিপক্ষ মহামেডান যতই লিগ টেবিলে সবার নিচে থাকুক, যতই মাঠের বাইরের সমস্যায় জর্জরিত হোক, তাদের সমীহ করছেন মোহনবাগান কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনা।

ম্যাচের আগে একটু হলেও চিন্তা বাড়িয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পেয়েছেন তিনি। শুক্রবারও রিহ্যাব করেছেন। ধরেই নেওয়া যায়, মহামেডানের বিরুদ্ধে আলবার্তোকে খেলানোর ঝুঁকি নেবেন না কোচ জোসে মোলিনা। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাকে হয়তো খেলবেন টম অলড্রেডের পাশে। রক্ষণে আরও একটি বদল করতেই হচ্ছে মোহনবাগান কোচকে। কার্ড সমস্যায় আগের ম্যাচে না থাকা আশিস রাই ফিরছেন রাইট ব্যাকে। লেফট ব্যাকে যথারীতি শুভাশিস বসু। মাঝমাঠ ও আক্রমণভাগে গত দু’দিন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কম্বিনেশন পরখ করে নিয়েছেন মোলিনা। শেষ পাঁচ ম্যাচে সেভাবে গোল আসেনি। বেঙ্গালুরু ম্যাচে লিস্টন কোলাসোর অনবদ্য গোল অনেক ভুলত্রুটি ঢেকে দিয়েছে। বড় ম্যাচের আগে বাগানের স্প্যানিশ কোচ বললেন, ‘‘আমাদের আরও গোল করতে হবে। তবে সবসময় গোল হয় না। ছেলেরা খুব পরিশ্রম করছে। সবাই মিলে আক্রমণ করার পাশাপাশি রক্ষণও করছে। তাই ওদের দোষ দিতে পারি না। মহামেডান ম্যাচ কঠিন হবে। ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করবে। আশা করি, আমরা ভাল করব।”

মোহনবাগান রক্ষণে আলবার্তো না থাকার সুযোগটা নিতে চাইছে মহামেডান। নতুন বিদেশি মার্ক আন্দ্রে শমারবককে খেলিয়ে চমক দিতে চাইছে সাদা-কালো ব্রিগেড। মহামেডান বেঞ্চে কোচিংয়ের দায়িত্বে আপাতত থাকছেন মেহরাজউদ্দন ওয়াডু। মহামেডানের অন্তর্বর্তী হেড কোচ বললেন, ‘‘বড় ম্যাচ সবসময় ৫০-৫০। বেতন সমস্যা থাকলেও ছেলেরা পেশাদার। ওরা মাঠে নেমে সেরাটা দেবে। সমর্থকদের খুশি করার চেষ্টা করব আমরা।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...