Sunday, November 9, 2025

Union Budget 2025: কেন্দ্রের বাজেট বরাদ্দে ব্রাত্য বিনোদন

Date:

Share post:

চলতি অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2025) শিকে ছিঁড়ল না বিনোদন জগতের (Entertainment Industry)। আয়কর ছাড় থেকে শুরু করে কৃষক- মহিলাদের উন্নয়নের নাম দিয়ে আপাতদৃষ্টিতে ‘জনমুখী’ বাজেটের ছবি তুলে ধরতে চাইলেও, নির্মলা সীতারমন যে আসলে মোদির অঙ্গুলি হিলনে বিহার ভোটের বাজারকেই প্রাধান্য দিয়েছেন তা স্পষ্ট। পাশাপাশি হেলথ সেক্টর থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান নিয়ে নানা প্রকল্প এবং পরিকল্পনার কথা শোনা গেল অর্থমন্ত্রীর মুখে, কিন্তু বিনোদন নিয়ে একটি শব্দও খরচ করলেন না। বাজেট পেশের সময় বারবার ক্যামেরা ফোকাস করছিল ছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। বিনোদন জগতকে বাজেটে ব্রাত্য করে রাখা নিয়ে তাঁরও কোনও হেলদোল লক্ষ্য করা গেল না। অর্থাৎ গত বছরের মতো এবারও একই ঘটনার পুনরাবৃত্তি। “এটা তো জানাই ছিল”, মন্তব্য বলি-টলির শিল্পীদের একাংশের।

বলিউড শিল্পীদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা প্রধানমন্ত্রীর (PM) কাছ থেকে কিছুই পেলেন না বিনোদন জগতের তারকারা। ক্রিকেটার হোক বা সিনেমার নায়ক নায়িকা, বিভিন্ন সময় তাঁদের সঙ্গে আলাপচারিতায় দেখা গেছে নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। লোকসভা বৈতরণী পার হতে ঘটা করে রাম মন্দির উদ্বোধনেও এক ঝাঁক তারকাকে আমন্ত্রণ করে গ্ল্যামার ওয়ার্ল্ডের নজর কাড়তে চেয়েছিল মোদি সরকার। শোনা যায় বিভিন্ন সময়ে বিনোদন জগতের বেশ কিছু পরিকাঠামের রদবদলের একাধিক প্রস্তাবনাও গেছে তাঁর কাছে। কিন্তু অর্থমন্ত্রীর বাজেট ফাইলে সেসবের কোনও প্রতিফলন নেই। শিল্প সংস্কৃতি জগতের উন্নতি প্রসঙ্গের ধার দিয়েও গেলেন না মোদি- নির্মলারা। সম্প্রতি যেভাবে বলিউড তারকারা আক্রান্ত হয়েছেন, দক্ষিণী জগত থেকে শুরু করে বিভিন্ন রিজিওনাল সেক্টরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত মহিলা শিল্পীদের যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, তারপর অনেকেই আশা করেছিলেন এবারের বাজেটে হয়তো সংস্কৃতি এবং বিনোদন জগতের জন্য বিশেষ কোনও প্রস্তাবনা রাখবে মোদি সরকার। কিন্তু হতাশ অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে শিল্প – সংস্কৃতি জগতের কলাকুশলীরা। আসলে ভোটমুখী বাজেটে কেন্দ্রের নজরে শুধুই বিহার। আপাতদৃষ্টিতে কর কমানোর ফাঁদে লুকিয়ে রয়েছে জটিল অংক। বিরোধীদের চাপে বেশ কিছু ওষুধের দাম কমানোর কথা বললেও এদিন আয়কর বিল পেশ করলেন না নির্মলা। কৃষিক্ষেত্রে উন্নতির বুলি আওড়ে বাজেট ভাষণ শুরু করলেও দিনের শেষে হাসি ফুটল না কৃষকদের মুখেও। আর গতবারের মতো এবারেও বাজেটে ব্রাত্যই থেকে গেল বিনোদন জগত।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...