Monday, August 25, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন বুমরাহ ? এল বড় আপডেট

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পান ভারতীয় দলের তারকা বোলার যশপ্রীত বুমরাহ। এরপরই প্রশ্ন ওঠে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তিনি? আর এই নিয়ে এবার এল বড় আপডেট। সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ খেলতে পারবেন কিনা তা জানা যাবে আগামি দু-তিনদের মধ্যে। এই মুহুর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বুমরাহ। সেখানে তাঁর চোট খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, রবিবার এনসিএতে গিয়েছেন বুমরাহ। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দু’-তিন দিন থাকবেন তিনি। সেখানে তাঁর স্ক্যান হবে। চোট খতিয়ে দেখে রিপোর্ট দেবেন অ্যাকাডেমির চিকিৎসকেরা। সেই রিপোর্ট দেখে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ খেলতে পারবেন কি না। যদি চিকিৎসকেরা মনে করেন যে বুমরাহের অস্ত্রোপচারের দরকার নেই, তাহলে ভাল খবর। কিন্তু যদি বুমরাহের অস্ত্রোপচারের প্রয়োজন হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা নেই। এছাড়াও জানা যাচ্ছে, ভারতীয় বোর্ড যোগাযোগ করেছে নিউজিল্যান্ডের চিকিৎসক রোয়ান শাওটেনের সঙ্গে।

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পান বুমরাহ। মাঠ ছেরে সোজা হাসপাতালে যান তিনি। এরপর ফিরে এলেও আর মাঠে নামেননি তিনি। বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে দল ঘোষণা করার সময় আগারকার জানিয়েছিলেন, বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে। তাঁকে রাখা হয়েছে। কিন্তু তিনি সুস্থ হতে না পারলে দলে বদল করা হবে।

আরও পড়ুন-কনকাশন-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কর, বললেন, ‘চালাকি করে ম্যাচ জেতার দরকার ছিল না ভারতের’ 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version