Friday, January 30, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপুজো নিয়ে কুরুচিকর অপপ্রচার: বিজেপির উদ্দেশ্যকে জবাব তৃণমূলের

Date:

Share post:

প্রথমে কলকাতার যোগেশচন্দ্র কলেজ। ফের সরস্বতীপুজোর দিন জেলার একাধিক কলেজে সরস্বতীপুজো (Saraswati puja) নিয়ে ধর্মীয় আবেগে উস্কানি (instigation) দেওয়ার খেলা বিজেপির। তবে তাতে যে আদতে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ কোনওভাবে নষ্ট করা যাবে না, স্পষ্ট করে দিল শাসকদল তৃণমূল। যেভাবে কলেজগুলিতে পড়ুয়াদের পুজোর উদ্যোগকে নিয়ে কুরুচিকর অপপ্রচার (anti publicity) চালানো হচ্ছে, তারও জবাব দেওয়া হল শাসকদলের তরফে।

একদিকে অধ্যক্ষের মদতে যোগেশচন্দ্র ল কলেজে (Jogeshchandra Law College) একদল পড়ুয়া অশান্তির অভিযোগ তোলে। সরস্বতী পুজোর দিনও অশান্তি বন্ধ করার বদলে স্লোগান দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা চলে সেখানে। ফের নদিয়ার হরিণঘাটায় (Haringhata) নির্দিষ্ট কিছু পড়ুয়া স্কুলে সরস্বতী পুজোয় বাধার অভিযোগ তোলে। সেখানেও বিষয়টিকে ধর্মীয় উস্কানির দিকে নিয়ে যাওয়া হয়। গোটা বিষয় নিয়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও উস্কানিমূলক বক্তব্য দিতে ছাড়েননি।

তবে রাজ্যের প্রশাসন প্রতিটি কলেজের বিষয়ই দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। পুলিশ-প্রশাসনের তৎপরতায় কোনও রকম উস্কানিতে (instigation) অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি রাজ্যে। তবে এই ধরনের উস্কানির পিছনে বিজেপি নেতৃত্বের অভিসন্ধিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কিছু গল্পকথা ছড়ানো হচ্ছে। কোথাও পুজোয় সমস্যা নেই। যে রাজনৈতিকদলগুলি ধর্মনিরপেক্ষ (secular) তাঁদের কর্মী সমর্থকরা বিভিন্ন ধর্মের হবেন সেটাই স্বাভাবিক। তাদের টার্গেট করে নিয়ে কুরুচিকর অপপ্রচার (anti publicity) চালানো হচ্ছে।

সেই সঙ্গে তিনি যোগ করেন, পড়ুয়ারা হৈ হৈ করে পুজো করতে যায়। সেখানে জায়গা নিয়ে সমস্যা হয়। এর সঙ্গে ধর্মীয় ইস্যু তৈরি করে কলুসিত করার কোনও অর্থ নেই। এভাবে কলুসিত করে বিজেপি বাংলার মাটিতে পা রাখতে পারবে না।

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...