Tuesday, December 16, 2025

কনকাশন-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গাভাস্কর, বললেন, ‘চালাকি করে ম্যাচ জেতার দরকার ছিল না ভারতের’

Date:

ভারত-ইংল্যান্ড চতুর্থ ম্যাচের কনকাশন-বিতর্ক বেড়েই চলেছে। চতুর্থ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে খেলানো হয়েছিল হর্ষিত রানাকে। সেই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। শিবমের পরিবর্ত হিসাবে হর্ষিতকে খেলানোর সিদ্ধান্ত মানতে পারছেন না তিনি। গাভাস্করের মতে চালাকি করে ম্যাচ জেতার কোনও দরকার ছিল না ভারতের। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লেগেছে বলে মনে করছেন তিনি।

এই নিয়ে গাভাস্কর বলেন, “পুণে ম্যাচে শিবম শেষ পর্যন্ত ব্যাট করল। ওর হেলমেটে বল লাগার পরেও উঠে গেল না। তাহলে কী ভাবে ওর কনকাশন পরিবর্ত নামানো যায়? যদি ও সঙ্গে সঙ্গে উঠে যেত তাহলে বিষয়টা মানা যেত। ওর কনকাশন পরিবর্ত নামানোর সিদ্ধান্তই ভুল। যদি শিবমের পেশিতে টান লাগত, তাহলে নয় ওর পরিবর্ত নামানো যেত। তবে সে শুধু ফিল্ডিং করত। বল নয়।“ গাভাস্করের মতে হর্ষিতকে বল করতে নামিয়ে ভারত অন্যায় ভাবে সুবিধা নিয়েছে । গাভাস্কর বলেন, “ আইসিসির নিয়মে আছে, উপযুক্ত পরিবর্ত নামাতে হবে। শিবম ও হর্ষিতের মধ্যে একমাত্র দৈহিক উচ্চতা ও ফিল্ডিংয়ের মান ছাড়া কোও মিল নেই। ইংল্যান্ডের তো খারাপ লাগবেই। ওদের সঙ্গে অন্যায় হয়েছে। ভারতীয় দল দুর্দান্ত। ওদের এভাবে চালাকি করে ম্যাচ জেতার দরকার নেই। এতে ভারতীয় ক্রিকেটের গায়েই কালি লাগল।“

ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানাকে খেলানো নিয়ে বেশ বিতর্ক হয়। সেই নিয়ে সেই সময় মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। মুখ খোলেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। আর এবার এই নিয়ে মন্তব্য করলেন গাভাস্কর।

আরও পড়ুন- এবার শিবমের পরিবর্তে হর্ষিত খেলানো নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন টিম ইন্ডিয়ার হেড কোচ ?

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...
Exit mobile version