Tuesday, August 26, 2025

দোষী সঞ্জয়কে মুক্ত করে দিতে চাইছেন? অভয়ার মা-বাবাকে সোজা প্রশ্ন কুণালের

Date:

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে খুশি নন তাঁর মা-বাবা। নতুন করে তদন্ত ও ট্রায়ালের দাবি করে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) আবেদন জানাতে চলেছেন তাঁদের আইনজীবী তড়িৎ ওঝা। এই ঘটনা নিয়ে অভয়ার বাবা-মাকে সরাসরি প্রশ্ন করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, “আপনারা কি মূল যে ধর্ষক-খুনি সঞ্জয় রাই- তাকে মুক্ত করে দিতে চান? তার সাজাটাকে লঘু করে দিতে চান?”

আর জি করের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু সিবিআই-এর তদন্তে খুশি নন মৃতার মা-বাবা। তাঁদের অভিযোগ, কোনও একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। এইসঙ্গে আরও অনেকে জড়িত। এই রায়ের বিরুদ্ধে এবং নতুন করে তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টে আবেদনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রবিবার, মালদহে আইনজীবীর বাড়িতে যান অভয়ার মা-বাবা। নতুন করে আবেদনের প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন আইনজীবী তড়িৎ ওঝা।

এই প্রেক্ষিতে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, অভয়ার মা-বাবার বেদনার প্রতি তাঁদের পূর্ণ সহমর্মিতা রয়েছে। কলকাতা পুলিশ এই নৃশংস-নির্মম ঘটনার তদন্ত শুরু করে এবং এই মূল দোষী সঞ্জয়কে গ্রেফতার করে। এরপর অভয়ার মা-বাবার দাবি মতোই CBI তদন্তভার নেয়। তারাও সঞ্জয়কেই দোষী হিসেবে চার্জ গঠন করে। আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এখন এই তদন্তের বিরুদ্ধে গিয়ে নতুন করে তদন্ত চাইছেন মৃতার মা-বাবা। এই বিষয় নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল। বলেন, কেন বিরোধী রাজনৈতিকদলগুলির কাল্পনিক অভিযোগে প্রভাবিত হচ্ছেন তাঁরা? তাঁরা কি সঞ্জয়ের মুক্তি চাইছেন বা তার সাজা লঘু করে দিতে চাইছেন? অভয়ার মা-বাবাকে এভাবে সকাল-বিকেল নিজেদের বয়ান পরিবর্তন না করার আবেদন জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

 

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version