Monday, November 3, 2025

ইংল্যান্ড সিরিজের আগে অজি সিরিজ নিয়ে মুখ খুললেন গিল, কী বললেন তিনি ?

Date:

টি-২০ সিরিজ অতীত। এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজই টিম ইন্ডিয়ার শেষ প্রস্তুতি। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দল দাপট দেখালেও, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই ফর্মে ছিল না টিম ইন্ডিয়া। তাই এই সিরিজ যে রোহিত শর্মাদের কাছে গুরুত্বপূর্ণ সিরিজ, তা বলার অপেক্ষা রাখে না। যে কথা বলতে শোনা গেল দলের সহ-অধিনায়ক শুভমন গিলের মুখেও। তবে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে বাকি ম্যাচ বিচার করতে চাননা গিল। গিলের মতে, একটা সিরিজ কোনও ভাবেই দলের ফর্ম বিচার করতে পারে না।

এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে শুভমন বলেন, “ একটা ম্যাচ বা একটা দিন আমাদের বিচার করতে পারে না। আমরা ওখানে দুবার জিতেছি। তার আগে বিশ্বকাপ জিতেছি, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছি। সেগুলো মনে রাখা দরকার। একটা সিরিজ আমাদের ফর্ম বিচার করতে পারে না। আমাদের এরকম প্রচুর ক্রিকেটার আছে, যারা অতীতে অনেক সিরিজে ধারাবাহিক পারফর্ম করেছে। এটা ঠিক যে আমরা অস্ট্রেলিয়ার আশানুরূপ খেলতে পারিনি। কিন্তু সেখানেও যথেষ্ট ভালো খেলেছি। দুর্ভাগ্য যে, শেষ দিনে বুমরাহকে পাইনি। নাহলে ম্যাচ জিতে সিরিজ ড্র করতে পারতাম।“

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করেছে ভারতীয় দল। এবার সামনে তিন ম্যাচের একদিনের সিরিজ। এই সিরিজ রোহিত শর্মাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল দেখে নেওয়ার শেষ সুযোগ রোহিতদের।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বুমরাহ, দলে বরুণ

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version