Monday, November 3, 2025

পদপিষ্টের পর অগ্নিকাণ্ড, মহাকুম্ভে হাওয়া বেলুন ঝলসে জখম ৬ পুণ্যার্থী!

Date:

দুর্ঘটনা নাকি দায়িত্বজ্ঞানহীন যোগী সরকারের অপদার্থতা, মহাকুম্ভে একের পরের দুর্ঘটনার খবরে কাঠগড়ায় বিজেপির (BJP ) ডবল ইঞ্জিন প্রশাসন। প্রথমে তাঁবুতে আগুন লেগে যাওয়া, তারপর পদপিষ্ট একাধিক মৃত্যু। এবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে (hot air balloon crashed in maha kumbh)। তবে মাটিতে নয় এবার আগুন লাগল আকাশে। প্রয়াগরাজে (Prayagraj)দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমে ব্যবসায়িক লাভের হিসেবে করতে গিয়ে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করেনি যোগী সরকার (Yogi Adityanath Government)। তার মর্মান্তিক পরিণতিতে বসন্ত পঞ্চমীর পুণ্য স্নানের দিন বেলুন ফেটে ঝলসে গেলেন ৬ পুণ্যার্থী। তাঁদের মধ্যে দুজন ঋষিকেশ এবং বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, ইন্দোর ও খারগোনের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাকুম্ভ মেলার দেখার জন্য ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে বেলুনের বাস্কেট থেকে মাটিতে আটকে পড়েন ৬ জন পুণ্যার্থী। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আহতদের মধ্যে ১৩ এবং ১৬ বছরের দুই কিশোর রয়েছে। আপাতত ছজনকেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বেলুন আরেকটু বেশি উচ্চতায় উড়লে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারতো বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে বেলুন কাণ্ডের পর ফের প্রশ্নের মুখে কুম্ভ মেলা নিরাপত্তা ব্যবস্থা। যখন এরকম একটা জয় রাইডের ব্যবস্থা করা হলো তাহলে কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ঘটিয়ে দেখা হলো না? কেন্দ্রের কাছ থেকে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া যোগী সরকারের রাজ্যে কেন মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটছে? একরাশ প্রশ্নের সামনে স্পষ্ট হচ্ছে আদিত্যনাথ প্রশাসনের চূড়ান্ত অপদার্থতার ছবি।

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version