Thursday, August 21, 2025

পদপিষ্টের পর অগ্নিকাণ্ড, মহাকুম্ভে হাওয়া বেলুন ঝলসে জখম ৬ পুণ্যার্থী!

Date:

দুর্ঘটনা নাকি দায়িত্বজ্ঞানহীন যোগী সরকারের অপদার্থতা, মহাকুম্ভে একের পরের দুর্ঘটনার খবরে কাঠগড়ায় বিজেপির (BJP ) ডবল ইঞ্জিন প্রশাসন। প্রথমে তাঁবুতে আগুন লেগে যাওয়া, তারপর পদপিষ্ট একাধিক মৃত্যু। এবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা মহাকুম্ভে (hot air balloon crashed in maha kumbh)। তবে মাটিতে নয় এবার আগুন লাগল আকাশে। প্রয়াগরাজে (Prayagraj)দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতেই হট এয়ার বেলুন রাইড-সহ একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমে ব্যবসায়িক লাভের হিসেবে করতে গিয়ে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করেনি যোগী সরকার (Yogi Adityanath Government)। তার মর্মান্তিক পরিণতিতে বসন্ত পঞ্চমীর পুণ্য স্নানের দিন বেলুন ফেটে ঝলসে গেলেন ৬ পুণ্যার্থী। তাঁদের মধ্যে দুজন ঋষিকেশ এবং বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, ইন্দোর ও খারগোনের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাকুম্ভ মেলার দেখার জন্য ২০ সেক্টরের আখাড়া মার্গের কাছে হট এয়ার বেলুনে চেপে উড়ছিলেন ৬ জন। হিলিয়াম গ্যাসে ভরা বেলুন আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিকট আওয়াজ হয়। সঙ্গে সঙ্গে বেলুনের বাস্কেট থেকে মাটিতে আটকে পড়েন ৬ জন পুণ্যার্থী। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। আহতদের মধ্যে ১৩ এবং ১৬ বছরের দুই কিশোর রয়েছে। আপাতত ছজনকেই বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বেলুন আরেকটু বেশি উচ্চতায় উড়লে দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারতো বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তবে বেলুন কাণ্ডের পর ফের প্রশ্নের মুখে কুম্ভ মেলা নিরাপত্তা ব্যবস্থা। যখন এরকম একটা জয় রাইডের ব্যবস্থা করা হলো তাহলে কেন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ঘটিয়ে দেখা হলো না? কেন্দ্রের কাছ থেকে ‘জাতীয় মেলা’র তকমা পাওয়া যোগী সরকারের রাজ্যে কেন মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটছে? একরাশ প্রশ্নের সামনে স্পষ্ট হচ্ছে আদিত্যনাথ প্রশাসনের চূড়ান্ত অপদার্থতার ছবি।

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version