Wednesday, November 5, 2025

২০২২ থেকে পেশই হল না প্রাণীর উপর নির্যাতনের বিল! সংসদে প্রশ্ন জুনের

Date:

একের পর এক রাজ্য ‘জয়ে’ ব্যস্ত মোদি নিজেকে লোকসভা নির্বাচনের আগে পশুপ্রেমী হিসাবে প্রমাণ করতে অভয়ারণ্যে ঘুরে বেড়িয়েছেন। একাধিক শুটিংয়েরও আয়োজন করেছেন। আদতে তিনি বা বিজেপি সরকার যে বন্যপ্রাণ থেকে পশুর উপর কোনওভাবেই প্রতিক্রিয়াশীল নয়, তা স্পষ্ট হয়ে যায় দুবছর ধরে পশুর উপর অত্যাচার (Animal cruelty) সংক্রান্ত বিল নিয়ে সংসদে কোনও আলোচনা না হওয়াতেই। সোমবার সেই বিলটি নিয়ে আলোচনার দাবি জানান তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Maliah)। তাঁর দাবি, বিলে পশুর উপর আইনে যে পরিবর্তনগুলি আনার দাবি জানানো হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলটি আইনে পরিণত হলে অকারণে প্রাণীর উপর অত্যাচারের ঘটনায় লাগাম টানা সম্ভব। সব বিভাগ থেকে বিলের বিষয়বস্তুগুলি ছাড়পত্র পাওয়ার পরেও কেন সেগুলি নিয়ে আলোচনা হয়নি, প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ।

সম্প্রতি বাংলায় তথা দেশের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণ (wild life) থেকে পথ-প্রাণীর উপর অত্যাচারের নিদারুণ উদাহরণ দেখা গিয়েছে। কোথাও হাতিকে পাথরের আঘাতে মেরে ফেলা থেকে জেসিবি দিয়ে উত্তক্ত করার মতো ঘটনা, আবার কোথাও খাঁচাবন্দি চিতাকে উত্তক্ত করার মতো ঘটনা মানুষের পাশবিক প্রবৃত্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সংসদে প্রাণীর উপর নির্যাতনের বিল (Animal Cruelty bill) ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Malian)। তিনি লোকসভায় ৩৭৭ ধারায় প্রশ্ন তোলেন কেন দুবছর ধরে এই আইন সংশোধনে আনা বিল নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।

১৯৬০ সালে পশুর উপর অত্যাচার আইন লাগু হওয়ার পরে প্রায় ৬০ বছর তাতে কোনও পরিবর্তন হয়নি। ২০২২ সালে প্রথমবার পরিবর্তনের (amendment) সুপারিশ করে বিল আনা হয়। সেখানে একাধিক কার্যকলাপকে পশুর উপর অত্যাচার বলে মান্যতা বলে এই আইনে অপরাধ বলে সুপারিশ করা হয়। সেই সঙ্গে বর্তমানে প্রাণীর উপর অত্যাচারে ১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত জরিমানাকে বাড়ানোর সুপারিশ ছিল। তৃণমূল সাংসদের (TMC MP) দাবি, যে সুপারিশগুলি ছিল তা বাস্তবে কার্যকর হলে কমত প্রাণীর উপর অত্যাচার (animal cruelty)। তার থেকেও বেশি, প্রাণীদের অত্যাচার করার মানসিকতার পরিবর্তন করা সম্ভব হত। সাংসদের দাবি, মন্ত্রিসভা, অন্তর্বর্তী সব কমিটি, বিভিন্ন পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে বিলটি ছাড়পত্র পেয়ে যাওয়ার পরেও তা নিয়ে আলোচনায় কোনও আগ্রহই প্রকাশ করছে না মোদি সরকার।

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version