দ্বিতীয় হুগলি ব্রিজে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা বেসরকারি বাসের 

মঙ্গলবারে সকালে বিদ্যাসাগর সেতুতে বাস দুর্ঘটনা (Bus accident in second Hooghly bridge)। ধুলাগড়- নিউটাউন রুটের একটি বেসরকারি বাস অত্যন্ত দ্রুতগতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা মারে। ব্রিজের মধ্যেই উল্টে যায় গাড়ি। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, ইতিমধ্যেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে আটক করা হয়েছে তবে তিনি বাস চালক কি না তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বেসরকারি বাসটি অত্যন্ত বেশি গতিবেগে বিদ্যাসাগর সেতু অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে। সেই গাড়ি আরও একটি গাড়িকে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ব্যাহত দ্বিতীয় হুগলি সেতুর যান চলাচল।