Thursday, August 21, 2025

লোকসভা থেকে রাজ্যসভা! তৃণমূলের তীব্র আক্রমণের মুখে মোদি সরকার

Date:

Share post:

রাষ্ট্রপতির ভাষণে একটি কথা বলা নেই, সেটা হল কেন্দ্রীয় সরকার আসলে বহু দলের সরকার৷ এটা জানার পরেও দেশের প্রধানমন্ত্রী মোদি এমন ভাব করেন যে, তাঁর দলই একমাত্র দল যারা সরকার পরিচালনা করছে, এটা একেবারেই সঠিক নয়, মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে তোপ দাগলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ দেশের মহামহিম রাষ্ট্রপতি নিজে দলিত হওয়া সত্বেও তিনি মণিপুরের দলিতদের প্রাণরক্ষার জন্য সচেষ্টা হননি, প্রধানমন্ত্রী মোদিকে সেখানে যাওয়ার নির্দেশ দেননি, এটা দুর্ভাগ্যজনক, সাফ জানান বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ রাষ্ট্রপতির ভাষণে দেশের অন্নদাতা কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন কোনও কথা বলা হয়নি, জানতে চান অধ্যাপক সৌগত রায়৷ এবারের সাধারণ বাজেটে বিরোধী শাসিত বাংলার বঞ্চনার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি৷ মনরেগা খাতে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া টাকা নিয়ে একটিও শব্দ নেই কেন? প্রশ্ন তোলেন তিনি৷ মোদি সরকার এবং বিজেপি যেভাবে কুম্ভ দুর্ঘটনা নিয়ে মিথ্যাচার করছে, তার তীব্র সমালোচনা করেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ৷ মোদি সরকার যেভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছে রাজনৈতিক সুবিধের কথা ভেবে, বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে, তা নিতান্তই নিন্দনীয়, দাবি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়৷ কুম্ভ দুর্ঘটনা নিয়েও মোদি সরকারকে নিশানা করেন তিনি৷

লোকসভায় সৌগত রায় যখন এই ভাবে তোপ দাগছেন, তখন রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপন পর্বে বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারের পর্দাফাঁস করেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ৷ নিজের ভাষণে সুকুমার রায়ের আবোল তাবোল উদ্ধৃত করে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি৷ তাঁর দাবি, জনতার সমস্যা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই সরকার৷ এই সরকার সত্যমেব জয়তে নীতি ভুলে গেছে, তোপ দাগেন তিনি। আবোল তাবোলের বোম্বাগড়ের রাজার মতো এখনকার রাজা(মোদি)ও থাকেন কল্পনার জগতে, রাজ্যসভায় অভিযোগ করেন সাগরিকা ঘোষ৷ কুম্ভ দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ সরকার ও বিজেপির মিথ্যাচারের তীব্র সমালোচনা করেন তিনি৷ এই প্রসঙ্গেই রাজ্যের গঙ্গাসাগর মেলার সাফল্যের কথা তুলে ধরেন তিনি৷ গঙ্গাসাগর মেলাতে এই ধরনের দুর্ঘটনা ঘটলে বিজেপি ঝাঁপিয়ে পড়ত, দাবি জানান তিনি৷ এই সরকার মিনিমান গভর্ন্যান্স, ম্যাক্সিমাম পাবলিসিটি নীতি নিয়ে চলছে, দাবি জানান তিনি৷

একইভাবে রাষ্ট্রপতি অভিভাষণে প্রথম বক্তব্য রাখতে গিয়ে মোদি সরকারকে তিব্র ভাষায় সমালোচনা করেন তৃণমূল সাংসদ প্রকাশ চিক বরাইক৷ দেশের আদিবাসী সমাজের প্রতিনিধিদের জন্য মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা করেন তিনি৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার যেভাবে আদিবাসীদের সার্বিক উন্নয়ন করছে, সেই পদক্ষেপ থেকে শিক্ষা নিয়ে মোদি সরকারের কাজ করা উচিত বলে দাবি জানান তিনি৷ আবাস যোজনা এবং মনরেগা খাতে কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া টাকার দাবিতে সোচ্চার হন তিনি৷ পশ্চিমবঙ্গের চা-শিল্পের প্রতিও মোদি সরকার বিদ্বেষমূলক আচরণ করছে, অভিযোগ জানান তিনি৷ এবারের বাজেটে চা-শিল্পের জন্য কিছুই বরাদ্দ করা হয়নি, দাবি জানান তিনি৷

আরও পড়ুন- ‘কবিতায় ফুটে উঠেছে বাস্তবতা’, নাথালিয়ার বই উদ্বোধনে ব্রাত্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...