Wednesday, May 7, 2025

বাণিজ্যে বাংলাই অনুপ্রেরণা: BGBS-এ মুখ্যমন্ত্রীর শিল্পবান্ধব নেতৃত্বের প্রশংসায় সঞ্জীব-হর্ষ

Date:

আজকের বাংলা একটি পরিবর্তিত বাংলা। বাণিজ্যের দিক থেকে বাংলার বিবর্তনের ছবি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-এর (BGBS) মঞ্চ থেকে বিশ্বের সামনে তুলে ধরলেন এই বাংলায় বাণিজ্যে সফল দুই ব্যক্তিত্ব – সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) ও হর্ষবর্ধন নেওটিয়া (Harshavardhan Neotia)। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরলস প্রচেষ্টা বাংলাকে বিশ্ব বাণিজ্য মঞ্চে প্রতিষ্ঠা করার, অন্যদিকে তাঁর পরিকাঠামোগত সমর্থনেই ব্যবসায়ীদের যে কোনও সমস্যা দ্রুত সমাধান করে সুস্থ ব্যবসার পরিবেশ তৈরি করা নিয়ে মত স্পষ্ট করলেন দুই সফল ব্যবসায়ী। সেই সঙ্গে শোনালেন বাংলার বুকে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। নেওটিয়া গ্রুপের নতুন পাঁচটি হাসপাতাল খোলার পরিকল্পনাও উঠে আসে সেখানে।

আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের (RP Sanjiv Goenka Group) চেয়ারম্যান তথা আইপিএল-এ (IPL) লক্ষ্ণৌ সুপারজায়েন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মঞ্চে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর দাবি, যেভাবে বর্তমান বাংলা এক পরিবর্তিত বাংলা হয়ে গিয়েছে, একজন ব্যক্তি যাঁর জন্মভূমি ও কর্মভূমি এই বাংলা, তাঁর পক্ষে এই উন্নয়ন দেখে আবেগপ্রবণ হওয়াই স্বাভাবিক। কীভাবে এই পরিবর্তন তা বর্ণনা করতে গিয়ে গোয়েঙ্কার দাবি, এখানে সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত, কৌশলগত, স্বচ্ছ, স্পষ্ট। সেই সঙ্গে তাঁর দাবি, এখানে যে কোনও সমস্যা পলকের মধ্যে সমাধান হয়, যেখানে ব্যবসায়িক মানসিকতা দেখা যায়।

বাংলায় বিনিয়োগ প্রসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দাবি, ইতিমধ্যেই চলতি সময়ে ৪০ হাজার কোটি বিনিয়োগ করেছে তাঁর সংস্থা। আরও ১০ হাজার কোটির কাজ শুরু হয়েছে। মূলত শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তাঁর বিনিয়োগের বার্তা দেন তিনি।

বাংলার শিল্পবান্ধব পরিস্থিতি সম্পর্কে আরও ইতিবাচক পদক্ষেপগুলি তুলে ধরেন শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া (Harshavardhan Neotia)। অম্বুজা নেওটিয়া গ্রুপের (Ambuja Neotia Group) কর্ণধারের দাবি বাংলাতেই সবথেকে সমর্থনপূর্ণ পরিবেশ রয়েছে শিল্পের জন্য যেখানে আমলাদের সমর্থন ভীষণভাবে পরিবেশকে অনুকূল করেছে। গোটা ব্যবস্থার মধ্যে একটি ইতিবাচক আবহাওয়া রয়েছে যা বাণিজ্যের সমর্থক, যেখানে সবসময় সমস্যা শোনার জন্য কিছু ইচ্ছুক ‘কান’ (eager ears) রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিরলস পরিশ্রম করেন সেই পরিবেশ বজায় রাখতে।

কয়েক দশক ধরে বাংলায় বিনিয়োগ করা নেওটিয়া গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, বাংলায় তাঁরা ১৫ হাজার কোটি বিনিয়োগ করবেন। এর মধ্যে গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্য ক্ষেত্রে যেখানে কলকাতা, শিলিগুলি (Siliguri) ও বর্ধমানে (Burdwan) তৈরি হবে ৫টি হাসপাতাল। পনেরোশ কোটি বিনিয়োগ করে ৩ হাসপাতাল হবে কলকাতায়। বাকি দুটি শিলিগুড়ি ও বর্ধমানে তৈরি হবে। পর্যটনে গুরুত্ব দেবে নেওটিয়া গ্রুপ। কলকাতার বাইরে সাতটি নতুন হোটেলের পরিকল্পনার কথা জানান হর্ষ নেওটিয়া, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, গরুমারা, শান্তিনিকেতন, দিঘা। সেই সঙ্গে কলকাতা ও শিলিগুড়িতে আরও দুটি কনভেনশন হোটেলের কথাও জানান তিনি। এছাড়াও গলফ-থিমের একটি আবাসিক প্রকল্প কলকাতায় তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version