Friday, May 23, 2025

আজ দিল্লি বিধানসভা নির্বাচন, ভোট শুরুর কয়েকঘণ্টা আগে কেজরির বিরুদ্ধে FIR!

Date:

Share post:

রাজধানীর কুর্সি কার, রায় দেবেন দিল্লির মানুষ। ঝাড়ু পদ্ম আর হাতের লড়াইয়ে আজ জোরদার হতে চলেছে ৭০ আসনে দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi assembly election)। কিন্তু তার আগের রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)। অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দাবি করেছিলেন, দিল্লিকে বদনাম করতে যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। সেই প্রেক্ষিতেই হরিয়ানার শাহবাদ থানায় তাঁর বিরুদ্ধে FIR করা হয়েছে বলে জানা যাচ্ছ।  অ্যাডভোকেট জগমোহন মানচন্দ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালের বিরুদ্ধে বিএনএস-এর ১৯২, ১৯৬(১), ১৯৭(১), ২৪৮(a) ও ২৯৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিধানসভা নির্বাচন শুরুর কয়েক ঘন্টা আগে অরবিন্দের বিরুদ্ধে এই পদক্ষেপে ‘রাজনৈতিক চাল’ দেখছেন আম আদমি পার্টি (AAP) সদস্যরা।

টানা দেড় দশক দিল্লিতে ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের আপ (AAP)। অধরা বিজেপির দিল্লি জখলের স্বপ্ন। দিল্লি দখলের মরিয়া চেষ্টায় পদ্ম শিবির বারবার আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে টার্গেট করলেও, উপযুক্ত প্রমাণের অভাবে আপাতত তিনি জামিনে সাড়া পেয়েছেন। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ফের গদিতে বসবেন। তাই নিঃসন্দেহে আম আদমি পার্টির কাছে এ লড়াই নিজেদের সম্মান রক্ষার তো বটেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজধানীর নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। দিল্লির জনগোষ্ঠীর ১২.৬৮ শতাংশ মুসলিম আর দলিতের হার ১৬.৯২ শতাংশ। সাম্প্রতিক কালে দলিতরা ভরসা রাখছেন আপেই। বিজেপি গালভরা প্রতিশ্রুতি দিলেও আদপে যে দলিত নির্যাতন পদ্মশাসিত রাজ্যের প্রতিদিনের হেডলাইন তা সকলের কাছে স্পষ্ট। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬টি কেন্দ্রে নির্ণায়ক শক্তি মুসলিম ভোট। গত দু’টি নির্বাচনে এই ভোট আম আদমি পার্টির ঝুলিতেই গিয়েছে। এবারে কী হয় সেটাই দেখার। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব।

 

spot_img

Related articles

একজন মানুষের মৃত্যু হল ৩০ বার! মধ্যপ্রদেশে ১১ কোটির ‘ক্ষতিপূর্ণ’ কেলেঙ্কারি

এক জীবনে মৃত্যু কতবার আসে? মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) দৌলতে এক ব্যক্তি ৩০...

আবারও চ্যাম্পিয়ন মোহনবাগান, কালীঘাটকে হারাল সবুজ-মেরুন ব্রিগেড

জিতেই চলেছে মোহনবাগান(Mohunbagan)। ফুটবলে সাফল্যের পর ক্রিকেটেও একের পর এক সাফল্য পেয়ে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ইডেনে জেসি মুখার্জী...

BEFORE ANYONE ELSE: সর্বদলীয় প্রতিনিধিরা বিদেশ থেকে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকার আবেদন মমতার

ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ ভারতী সাংসদদের প্রতিনিধি দল।...

বোসের বদলে বেলা! রাজভবনে পালাবদল যেন অঞ্জনের গান

দীর্ঘদিন ধরে অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। এবার কী সেই সূত্রে বদল হতে চলেছে...