Monday, August 25, 2025

আজ দিল্লি বিধানসভা নির্বাচন, ভোট শুরুর কয়েকঘণ্টা আগে কেজরির বিরুদ্ধে FIR!

Date:

রাজধানীর কুর্সি কার, রায় দেবেন দিল্লির মানুষ। ঝাড়ু পদ্ম আর হাতের লড়াইয়ে আজ জোরদার হতে চলেছে ৭০ আসনে দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi assembly election)। কিন্তু তার আগের রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর (FIR)। অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) দাবি করেছিলেন, দিল্লিকে বদনাম করতে যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। সেই প্রেক্ষিতেই হরিয়ানার শাহবাদ থানায় তাঁর বিরুদ্ধে FIR করা হয়েছে বলে জানা যাচ্ছ।  অ্যাডভোকেট জগমোহন মানচন্দ নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালের বিরুদ্ধে বিএনএস-এর ১৯২, ১৯৬(১), ১৯৭(১), ২৪৮(a) ও ২৯৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিধানসভা নির্বাচন শুরুর কয়েক ঘন্টা আগে অরবিন্দের বিরুদ্ধে এই পদক্ষেপে ‘রাজনৈতিক চাল’ দেখছেন আম আদমি পার্টি (AAP) সদস্যরা।

টানা দেড় দশক দিল্লিতে ক্ষমতায় অরবিন্দ কেজরিওয়ালের আপ (AAP)। অধরা বিজেপির দিল্লি জখলের স্বপ্ন। দিল্লি দখলের মরিয়া চেষ্টায় পদ্ম শিবির বারবার আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে টার্গেট করলেও, উপযুক্ত প্রমাণের অভাবে আপাতত তিনি জামিনে সাড়া পেয়েছেন। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ফের গদিতে বসবেন। তাই নিঃসন্দেহে আম আদমি পার্টির কাছে এ লড়াই নিজেদের সম্মান রক্ষার তো বটেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজধানীর নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। দিল্লির জনগোষ্ঠীর ১২.৬৮ শতাংশ মুসলিম আর দলিতের হার ১৬.৯২ শতাংশ। সাম্প্রতিক কালে দলিতরা ভরসা রাখছেন আপেই। বিজেপি গালভরা প্রতিশ্রুতি দিলেও আদপে যে দলিত নির্যাতন পদ্মশাসিত রাজ্যের প্রতিদিনের হেডলাইন তা সকলের কাছে স্পষ্ট। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬টি কেন্দ্রে নির্ণায়ক শক্তি মুসলিম ভোট। গত দু’টি নির্বাচনে এই ভোট আম আদমি পার্টির ঝুলিতেই গিয়েছে। এবারে কী হয় সেটাই দেখার। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version