Thursday, August 21, 2025

পুলিশি মদত, টাকার খেলায় দিল্লি ভোটে জেতার চেষ্টা বিজেপির: সরব আপ থেকে কংগ্রেস

Date:

Share post:

উন্নয়নের কাজে দিল্লির আপ সরকারের সঙ্গে কোনওমতেই পাল্লা দিতে পারেনি বিজেপি। ধাপ্পাবাজির ডবল ইঞ্জিন সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়ে দিল্লিবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেও সাফল্য আসেনি। শেষে নির্বাচনের দিন টাকা দিয়ে ভোট কেনার ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ বিজেপি (BJP)। সেই সঙ্গে নির্বিঘ্নে সম্পন্ন হওয়া রাজধানীর নির্বাচনে নিজেদের পক্ষে ভোট টানতে পুলিশকেও কাজে লাগাতে পিছপা হয়নি বিজেপি। বারবার ভোটারদের বাধা দেওয়ারও অভিযোগ ওঠে দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে। বিকাল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৫৭.৭০ শতাংশ।

লোকসভা নির্বাচনে যেভাবে বিভিন্ন এলাকার নেতাদের হাত দিয়ে এলাকায় মানুষের হাতে টাকা দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল বিজেপির, সেই একই পথে দিল্লির নির্বাচনে (Delhi Assembly Election) ভোটারদের হাত করার চেষ্টা করে বিজেপি বুধবার। তবে আপ (AAP) নেতাদের সজাগ দৃষ্টি ও দিল্লিবাসীর স্বতঃস্ফূর্ততায় তা সফলভাবে করতে পারেনি স্থানীয় বিজেপি নেতারা। জংপুরা এলাকায় একটি বাড়ির বাইরে টেবিল বসিয়ে সামনে আড়াল রেখে ভিতর থেকে টাকা বিলির ঘটনা হাতেনাতে ধরে ফেলেন আপ (AAP) নেতা মনীশ শিশোদিয়া। তিনি প্রশ্ন তুলতেই সাফাই দিতে এগিয়ে আসে স্থানীয় পুলিশ (Delhi Police) কর্মীরা। পরে বেআইনিভাবে বসানো টেবিল তুলে দিতে বাধ্য হয় পুলিশ।

একইভাবে বিজেপির টাকা বিলির অভিযোগে সরব হয় কংগ্রেসও (Congress)। আনসারি নগর এলাকায় টাকা বিলির অভিযোগে সরব হন কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষীত। দিল্লি এইমস (AIIMS) এলাকায় তিনি নিজে টাকা বিলির অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর দাবি করেন।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...