Thursday, November 6, 2025

প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের (Fort William) নাম পরিবর্তন করে দিল কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর, এই দুর্গের নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয় দুর্গ’। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই এই পরিবর্তন কার্যকর হয়ে গিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি এই মর্মে জানিয়েছেন, গত বছরের ২রা ডিসেম্বর এই ফোর্টের নাম পরিবর্তনের নির্দেশ আসে। সরকারি ঘোষণা হয়নি তবে প্রশাসনিক কাজকর্মে ‘বিজয় দুর্গ’ ব্যবহার করা হচ্ছে। ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত একটি দুর্গ। ১৬৯৬ সালের তৈরি এই দুর্গ ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়েছিল। বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার আক্রমণের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই দুর্গ। ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করেন।

ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার জন্যই নাম পরিবর্তন করে দিল কেন্দ্রীয় সরকার, এই বিষয়টি অনস্বীকার্য। ফোর্ট উইলিয়ামের ভিতরের দুই গুরুত্বপূর্ণ অংশের নামও একইসঙ্গে পরিবর্তন করা হয়েছে। সাউথ গেটটি এখন ‘শিবাজী গেট’ নামে পরিচিত। আগে নাম ছিল ‘সেন্ট জর্জ গেট’। কিচেনার হাউসের নতুন নাম এখন ‘মানেকশ হাউস’। স্বাভাবিকভাবেই ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এই নাম পরিবর্তন নিয়ে প্রশাসনিক মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে যদিও বলা হয়েছে দেশে ব্রিটিশ প্রভাব সরিয়ে ফেলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version