Tuesday, August 26, 2025

মঙ্গলগ্রহে বসন্ত এসে গেছে, অনিন্দ্য সুন্দর দৃশ্যের ছবি প্রকাশ নাসার

Date:

পৃথিবীর বুকে ভারতে বসন্ত আসতে এখনও বাকি। বিশ্বের সিংহভাগই প্রহর গুনছে বসন্ত আগমনের। তবে পৃথিবীতে বসন্ত জাগ্রত হওয়ার আগেই মঙ্গলগ্রহে (Mars) বসন্ত এসে গেছে। মঙ্গলের দক্ষিণ মেরুর (south pole) একটি দৃশ্যই তা স্পষ্ট করে দিয়েছে।

পৃথিবীর মতো মঙ্গল গ্রহেও ঋতু পরিবর্তন (weather change) হয়। শীতে বরফ জমে। গ্রীষ্মে আবার সেই বরফ গলে যায়। তেমনি শীত পেরিয়ে বসন্তের আগমনে গলতে শুরু করেছে মঙ্গলের বরফ। তবে এই বরফ জল থেকে নয়, হয় কার্বন ডাই অক্সাইড থেকে। মঙ্গলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের (CO2) প্রবল দাপট। সেই কার্বন ডাই অক্সাইডই শীত এলে জমে যায় লাল গ্রহে। আর এই প্রবণতা বেশি দেখা যায় মঙ্গলের দক্ষিণ মেরু অঞ্চলে‌।

শীত এলেই মঙ্গলের (Mars) লালচে পাথুরে মাটির ওপর একটি স্তর পড়তে শুরু করে। তা হল কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি ড্রাই আইসের স্তর। সেই সময় মঙ্গলের চেনা লাল মাটি দেখা যায় না। মাটির উপরে স্তর পড়ে মঙ্গলের সে এক অন্য চেহারা। আবার বসন্ত এলেই সেই বরফ গলে পুরনো চেহারা ফিরে পায় লাল গ্রহ। এই পরিবর্তন প্রতি বছর লক্ষণীয় হয়। সম্প্রতি নাসার (NASA) রিকনসেন্স অরবিটার একটি ছবি পাঠিয়েছে। সেই ছবিতেই দেখা যাচ্ছে চমকপ্রদ ঘটনা। বরফের স্তরের কিছু কিছু জায়গা থেকে ফোয়ারার (fountain) মতো বেরিয়ে আসছে গ্যাস আর ধুলো। উপরের আবরণ সরিয়ে স্বচ্ছ হয়ে উঠছে মঙ্গলের মাটি। তা দেখেই বিজ্ঞানীরা জানাচ্ছেন বসন্ত এসে গিয়েছে লাল গ্রহে। পৃথিবীর আগেই বসন্তের সেই শুভাগমন।

নাসার (NASA) বিজ্ঞানীদের ব্যাখ্যা, সূর্যের তাপ যখন প্রখর হতে শুরু করে, তখন স্বচ্ছ বরফের স্তর ভেদ করে সূর্যালোক পৌঁছে যায় মঙ্গলের মাটিতে। মাটি তাতে গরম হয়।

সেই উত্তাপ ওই কার্বন ডাই অক্সাইডের তৈরি ড্রাই আইস (dry ice) গলতে থাকে। বরফ গলে যেমন জল হয়, ড্রাই আইস গলে কিন্তু জল তৈরি হয় না, তৈরি হয় গ্যাস। সেই গ্যাসই ফোয়ারার মতো বেরিয়ে আসতে থাকে। মঙ্গলের বুকে এ এক অনিন্দ্য সুন্দর দৃশ্য।

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version