Wednesday, November 12, 2025

ইন্টারলকিংয়ের কাজ ‘শেষ’ হয়েই বিকল! শিয়ালদহে চরম দুর্ভোগে লক্ষ লক্ষ যাত্রী

Date:

রেলের ব্যাপক উন্নয়ন। ঢেলে রেলকে সাজানোর বিরাট পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বিরাট আশ্বাসের কথা শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। আর তার পরদিনই লক্ষ লক্ষ যাত্রী নিয়ে শিয়ালদহ পূর্ব (Sealdah East) শাখায় চরম অচলাবস্থায় ভারতীয় রেল। মঙ্গলবার ভোরে শেষ হয়েছে কাঁকুড়গাছির ইন্টারলকিং-এর কাজ। আর বুধবারেই সেই ইন্টারলকিংয়ের বিভ্রাটে শিয়ালদহ থেকে দমদমের মাঝে একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ল।

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) চালু করে পরিকাঠামোগত উন্নয়ন করার দাবি করে। তার জন্য শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন (local train) বাতিল হয় শিয়ালদহ দক্ষিণ ও পূর্ব শাখায়। রবিবার সরস্বতী পুজোর দিন চরম দুর্ভোগেও মানোন্নয়নের আশায় রেলযাত্রীরা রেলের সিদ্ধান্তকে মেনে নেন। রেল দফতর জানায় ভোর রাত ২ টো ৪৫ মিনিট নির্ধারিত সময়সীমার বেশ আগেই শেষ করা হয়েছে।

এরপরই বুধবার স্পষ্ট হয়ে গেল ঠিক কতটা সফলভাবে কাজ শেষ করেছে পূর্ব রেলওয়ে। দুপুরে বিগড়ে যায় কাঁকুড়গাছির ইন্টারলকিং (EI)। বনগাঁ লাইন থেকে ডানকুনি ও মেন লাইনের একের পর এক লোকাল ট্রেন (local train) দাঁড়িয়ে পড়ে ডাউনের ২ নম্বর লাইনে। চার নম্বর লাইন দিয়ে বাকি ট্রেন পাস করানোর প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র শিয়ালদহ থেকে দমদমের মাঝে নয়, দমদমের পরের স্টেশনগুলি ও তার মাঝের অংশেও আচমকা আটকে পড়ে বেশ কিছু ট্রেন। দীর্ঘক্ষণ ট্রেনে আটকে থেকে রেললাইন ধরেই গন্তব্যের দিকে রওনা দেন যাত্রীরা।

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version