ঘরের মাঠে অবিশ্বাস্য রেকর্ড গড়ে তাক লাগালেন শিবম দুবে

0
2

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রাথমিক স্কোয়াডে ছিলেন না পেসার শিবম দুবে। সুযোগ পেতে কিছুদিন অপেক্ষা করতে হত। কিন্তু তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির চোট তাকে সুযোগ করে দিয়েছে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই ছিটকে গিয়েছিলেন নীতীশ। চোট পেয়েছিলেন রিঙ্কু সিংও। এরপরই স্কোয়াডে ঢুকে পড়েন শিবম দুবে ও রমনদীপ সিং। নীতীশ পুরো সিরিজের জন্যই ছিটকে গিয়েছিলেন। অন্যদিকে, রিঙ্কু সিংকে দু-ম্যাচে পাওয়া যায়নি। শিবম দুবের একাদশে জায়গা পেতে সমস্যা হয়নি। সুযোগ কাজেও লাগিয়েছেন। আর এর মাঝেই অবিশ্বাস্য রেকর্ডও গড়েছেন।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ম্যাচে অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস দেখা গিয়েছে। ১৩৫ রানের ইনিংস খেলেছেন অভিষেক। ১৩টি ছয় মেরেছেন। এক ইনিংসে ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক। তেমনই দুর্দান্ত ইনিংস খেলেছেন শিবম দুবেও। সঙ্গে রেকর্ডের সঙ্গীও।দেশের জার্সিতে ২০১৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল শিবম দুবের। সংক্ষিপ্ত কেরিয়ারে খেলেছেন ৩৫টি ম্যাচ। তার অভিষেক ম্যাচে অবশ্য হতাশার রেকর্ড গড়েছিল ভারত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে প্রথম বার হার। ২০১৯-র ৩ নভেম্বর দিল্লিতে সেই ম্যাচটি হয়েছিল।

আর তার হোম গ্রাউন্ড মুম্বইতে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে গর্বের রেকর্ড।
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টানা ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছেন পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে।২০২০ সালে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫-০ উড়িয়ে দেওয়া থেকে ইংল্যান্ড সিরিজ। ২০২৪ সাল অর্থাৎ গত বছর ১৫টি টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন শিবম। এর মধ্যে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপও। আর যে ম্যাচে শিবম ছিলেন, সবই জিতেছে ভারত।