Tuesday, November 11, 2025

শুটিং চলছে: দাবি ফেডারেশনের, সভাপতিকে আলোচনায় চান পরিচালকরা

Date:

শুটিং বন্ধ নেই টলিপাড়ায়। টেকনিশিয়ান থেকে ইন্দ্রপুরী- বুধবার রাত পর্যন্ত শুটিং হয়েছে সব জায়গাতেই। শুধুমাত্র সৃজিত রায়ের ধারাবাহিকের সেট নিয়ে সমস্যার জেরেই বন্ধ রয়েছে কাজ। এই নিয়ে পরিচালক এবং ফেডারেশনের মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। পরিচালক সৃজিৎ রায়ের ধারাবাহিকের সেট তৈরি না করে নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে ডিরেক্টররা দাবি করছেন তার ভিত্তিতে বুধবার সন্ধেবেলা ডিরেক্টরস গিল্ডের একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা জয়দীপ মুখোপাধ্যায়, পরিচালক সৃজিৎ রায় গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায় সহ অনান্য পরিচালক-সদস্যরা।

এদিকে ফেডারেশনের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোথাও শুটিং আটকে নেই। বুধবার রাত পর্যন্ত টেকনিশিয়ান স্টুডিও, এনটি ওয়ান স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও সহ কলকাতার সবকটি স্টুডিওতে শুটিং হচ্ছে। সেখানে দাঁড়িয়ে পরিচালক সৃজিৎ রায়ের ধারাবাহিকের শুটিং বন্ধের যে কথা বলা হচ্ছে আসলে শুটিং তো শুরুই হয়নি। সেট তৈরি নিয়ে একটা সমস্যা হচ্ছিল। কিন্তু ডিরেক্টরস গিল্ড এবার কার্যত হুঁশিয়ারি দিল, যে ফেডারেশনকে এবং প্রযোজক ব্রডকাস্টারদের এসে বৃহস্পতিবার সন্ধে ৭টার মধ্যে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তারা বড় পদক্ষেপ করতে পারেন। সম্পাদক সুদেষ্ণা রায় থেকে অনির্বাণদের কথার মধ্যে এটা স্পষ্ট যে, ডিরেক্টররা কাজ ছেড়ে দেওয়া বা কর্মবিরতির পথে হাঁটতে পারেন। সেখানে ডিরেক্টর ছাড়া কি আদৌ কাজ করা সম্ভব? এই একটা আশঙ্কা তুলে দিয়ে তারা ফেডারেশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এদিন সন্ধেবেলাতেও তাঁরা কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তাঁরা আরও একটা দিন সময় নিয়েছেন। বৃহস্পতিবার পরিস্থিতি কী দাঁড়ায় সেইদিকে নজর থাকবে সকলের।

আরও পড়ুন- যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার প্রাক্তনীদের প্রবেশে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্টর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version