নাগপুরে অভিষেক ম্যাচে দাপট হর্ষিত রানার, প্রথমে ব্যাট করে ২৪৮ রান ইংরেজদের

বিরাট কোহলি ছাড়াই এদিন প্রথম একদিনের ম্যাচে নামে টিম ইন্ডিয়া।

0
1

আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচে নেমেছে দুই দল। প্রথমে ব্যাট করে ২৪৮ রান ইংরেজদের। বল হাতে দাপট ভারতের রবীন্দ্র জাদেজা, অভিষেক হওয়া হর্ষিত রানার। দু’জনই নেয় তিনটি করে উইকেট ।

বিরাট কোহলি ছাড়াই এদিন প্রথম একদিনের ম্যাচে নামে টিম ইন্ডিয়া। ম্যাচে অভিষেক হয় যশস্বী জসওয়াল এবং হর্ষিত রানার। ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে ব্যাট করতে ধাক্কা খায় ইংরেজরা। ইংরেজদের অর্ধশতরান অধিনায়ক জস ব্যাটলার এবং জাকুব বেথেলের। বাটলার করেন ৫২ রান । জাকুব করেন ৫১। সল্ট করেন ৪৩ রান। ৩২ রান করেন ডুকেট। শূন্যরানে ফেরেন জ্যারি বুক। ৫ রান করেন লিভিংস্টোন। ভারতের হয়ে তিনটি করে উইকেট জাদেজা এবং রানার। একটি করে উইকেট মহম্মদ শামি, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ শেষ প্রস্তুতি টিম ইন্ডিয়ার কাছে। তাই এই সিরিজে নিজদের ঝালিয়ে নিতে তৈরি রোহিত শর্মার দল।

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ নিয়ে গম্ভীরের পালটা শাস্ত্রীর, কী বললেন ভারতের প্রাক্তন কোচ ?