Friday, May 23, 2025

আজ থেকে শুরু ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ, নামছেন বিরাট-রোহিত

Date:

Share post:

অতীত ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচ । আজ থেকে শুরু একদিনের সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়ার কাছে এটাই শেষ প্রস্তুতি । শেষ প্রস্তুতি বিরাট কোহলি, রোহিত শর্মার কাছেও। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি তারা । উঠেছে সমালোচনার ঝড় । এমনকি রঞ্জিট্রফিতে খেলতে নেমেও ব্যাটে রান পাননি । তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আগে ব্যাট হাতে ঝালিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ ।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বলে এই সিরিজের তিনটি ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে। টি ২০ সিরিজে ৪-১-এ জিতেছে ভারত। কিন্তু সেই দলের জনা দশেক ক্রিকেটার একদিনের দলে নেই। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে আজ ফের নিল জার্সিতে দেখা যাবে। অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন কুলদীপ যাদবও। চমক অবশ্য বরুণ চক্রবর্তীর ডাক পাওয়া। টি ২০ সিরিজে তিনি এত ভাল বল করেছেন যে, এই সিরিজে ডেকে নিয়ে তাঁকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি থাকার বার্তা দেওয়া হয়েছে।

সাত ব্যাটার ও চার বোলার নিয়ে নামছে ভারত। রোহিত-শুভমন ইনিংস শুরু করবেন। তিনে বিরাট। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি এখানেই ব্যাট করবেন মনে করা হচ্ছে। চার ও পাঁচে শ্রেয়স আইয়ার ও কেএল রাহুল। রাহুল যদি উইকেটের পিছনে দাঁড়ান, তাহলে এগারোয় জায়গা হবে না ঋষভ পন্থের। পরের দুটো জায়গা হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার। এতে একটা জিনিস পরিষ্কার, শক্তিশালী ব্যাটিং লাইন-আপ নিয়ে এই ম্যাচে নামছে ভারত।

লাল বলে স্পিনাররা এখানে সুবিধা পেলেও সাদা বলের ক্ষেত্রে সেটা হয় না। ভারত অবশ্য তবু তিনজন স্পিনার নিয়ে নামতে চলেছে। এঁরা হলেন জাদেজা, বরুণ ও কুলদীপ। সঙ্গে দুই সিমার অর্শদীপ সিং ও মহম্মদ শামি। তৃতীয় পেসার হিসাবে থাকবেন হার্দিক। এখানে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাঠে টসে জিতে আগে ব্যাট করা দল পাঁচবার জিতেছে। পরে ব্যাট নেওয়া দল জিতেছে দু’বার।

টি ২০ সিরিজে হারের পর ইংল্যান্ডের কাছে এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মানসিকভাবে ভাল জায়গায় থাকতে চাইবেন। বাটলার বুধবার ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন। রোহিত যেভাবে নেতৃত্ব দিয়ে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, বাটলার তাতে মুগ্ধ। তিনি বলেছেন, খুব কঠিন হবে এই সিরিজ। রোহিতদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ইংল্যান্ড এই ফর্ম্যাটে শক্ত চ্যালেঞ্জ। এর সঙ্গে টি ২০ সিরিজে হারের খোঁচাও রয়েছে।

 

আরও পড়ুন- পাঞ্জাব এফসিকে ৩-০ হারিয়েই শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করল সবুজ মেরুন

 

 

 

 

 

spot_img

Related articles

রাস্তা আটকে কর্মসূচি নয়, চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে সরে যাওয়ার নির্দেশ আদালতের

বিকাশ ভবনের সামনের রাস্তায় বসে কোনও কর্মসূচি করা যাবে না। এসএসসির (School Service Commission) চাকরিহারাদের নির্দেশ দিল কলকাতা...

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...