Tuesday, November 4, 2025

মাধ্যমিকের অ্যাডমিট জটিলতা কাটাতে বোর্ডকে দ্রুত পদক্ষেপের নির্দেশ কোর্টের

Date:

১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। কিন্তু এখনও পর্যন্ত অনেক স্কুলের ছাত্র ছাত্রীরাই অ্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ। পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলের মধ্যেই বাড়ছে উদ্বেগ, ইতিমধ্যেই তাঁরা কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছেন। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)বেঞ্চে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি বলেন অবিলম্বে পোর্টাল খুলে এই সমস্যায় সমাধান করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে (Madhyasiksha Parshad)। এদিন সন্ধে ৬টা থেকেই পোর্টালের মাধ্যমে অ্যাডমিট দেওয়ার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার শুনানিতে বিচারপতি বলেন, যারা এখনও অ্যাডমিট কার্ড পায়নি, সেই সব স্কুলগুলি পড়ুয়াদের হয়ে আবেদন জানাবে। এনরোলমেন্ট হলে প্রয়োজনে রবিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি বোর্ডের অফিসে যেতে হবে স্কুলকে৷ সেখান থেকে মিলবে অ্যাডমিট কার্ড। আজই যাতে বোর্ড এই সংক্রান্ত পাবলিক নোটিস নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। এবার থেকে এক একটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পর্ষদের তরফে দাবি, এই পরিবর্তনের ফলে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আরও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করা সম্ভব।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version