Monday, May 5, 2025

‘পায়ে পায়ে পাঁচালি’: রাঢ়বঙ্গের বিবর্তনের গাঁথা বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীতে

Date:

Share post:

ঔপনিবেশিক আমলের গোধূলিবেলা থেকে খনি অর্থনীতিতে প্রবেশ রাঢ়বঙ্গের। সেই ধারাবিবরণীর মনোগ্রাহী ছবি উঠে এসেছে বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্য়ায়ের আত্মজীবনীতে (autobiography)। শুক্রবার কলকাতা বইমেলায় প্রকাশিত হল ‘পায়ে পায়ে পাঁচালি: রাঢ়বাংলার একটি গ্রামের আত্মকথা’। দেশভাগের অশান্তি থেকে খানিকটা দূরে সদ্য শিল্পের সন্ধানে জেগে ওঠা রাঢ় বাংলা সম্পূর্ণভাবে আলাদা যে বাস্তুতন্ত্র গড়ে তুলছিল, তারই কাহিনী নিজের মধ্যে আমৃত্যু লালিত ‘অপু’র মধ্যে দিয়ে তুলে ধরেছেন লেখক বীরেন্দ্রকুমার।

দেশভাগের রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী থাকার পাশাপাশি তিনি সাক্ষী থেকেছেন অপুষ্টি, ১৯৫০-এর মন্বন্তরের। আবার রাঢ়বঙ্গে এসে প্রত্যক্ষ করেছেন সেই রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতিতে অপেক্ষাকৃত নিজেদের বাঁচিয়ে রাখা দক্ষিণ-পশ্চিমের রাঢ়বাংলা (Rarh Bengal)। সেই সময়ের ক্রমশ অগ্রসরমান বাংলার সঙ্গে তুলনায় কম প্রচার পাওয়া ও একাকী হয়ে পড়ার কারণেই হয়তো এই রাঢ়ভূমির কৃষ্টি, সংস্কৃতি, প্রথা ও জনপ্রিয় লোককথা গুলি দীর্ঘদিন পর্যন্ত একই রকম রয়ে গিয়েছে। আর সেই বর্ণনা উঠে এসেছে ‘পায়ে পায়ে পাঁচালি’-র বর্ণনায়।

লেখকের পুত্র তথা রাজ্যের প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বর্ণনায়, এই বই শুধুমাত্রই বীরেন্দ্রকুমার বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী নয়। এটি ঐতিহাসিক দলিলের এক রূপ। সেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক সংঘাতের সময়োচিত বর্ণনা রয়েছে। রাঢ় বঙ্গের পল্লীজীবনের আন্তঃদ্বন্দ্বের ঐতিহাসিক সাক্ষ্য বহন করে এই বই।

শুক্রবার দীপ প্রকাশনের হাত ধরে আত্মপ্রকাশ করে এই আত্মজীবনী। বইটি নিয়ে আলোচনা করেন সাহিত্যিক অমর মিত্র, যিনি লেখকের ব্যক্তিগত বন্ধুও ছিলেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক প্রচেত গুপ্ত, বিনতা রায়চৌধুরি, ভগীরথ মিশ্র।

spot_img
spot_img

Related articles

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সহ অধিনায়ক হবেন না জসপ্রীত বুমরাহ

আগামী ২০ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে(WTC) যাত্রা শুরু করবে ভারত। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট...

ভার্চুয়াল শুনানিতেই গ্রেফতার! জেলবন্দি অবস্থায় ‘হত্যায়’ আবার জেলে চিন্ময়কৃষ্ণ দাস

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের যে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে দেবেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস (Mohammed Yunus),...

সব জায়গায় সব মন্দির আছে, বিজেপি-র এত রাগ কেন: জগন্নাথধাম নিয়ে মোক্ষম জবাব মমতার

পুরীর মন্দিরকে সম্মান করি। সব জায়গায় সব মন্দির আছে। দিঘায় জগন্নাথমন্দির নিয়ে বিজেপির কটাক্ষের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী...

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...