Monday, November 10, 2025

ফের বিপাকে পাকিস্তান ফুটবল, পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা

Date:

আবারও বিপাকে পাকিস্তান ফুটবল। বৃ্‌হস্পতিবার ফিফার তরফ থেকে নির্বাসিত করা হল পাকিস্তান ফুটবল ফেডারেশনকে । এই নিয়ে গত আট বছরে তিনবার নির্বাসিত করা হল পাকিস্তানকে। জানা যাচ্ছে, ফিফার নতুন সংশোধিত গঠনতন্ত্র মানতে রাজি নয় পিএফএফ। আর সেই কারণেই নির্বাসন নেমে এল পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর। যার ফলে নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান।

জানা যাচ্ছে, সম্প্রতি ফিফা থেকে পিএফএফ-কে তাদের গঠনতন্ত্রে কিছু সংশোধনী আনতে বলা হয়। কিন্তু পিএফএফ কংগ্রেস থেকে তা মেনে নেওয়া হয়নি। যার ফলে বৃহস্পতিবার পাকিস্তানকে নির্বাসিত করা হয়। এই নিয়ে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ফিফা ও এএফসির সুপারিশ অনুযায়ী যে সংবিধানের সংশোধন লাগু করার কথা ছিল, সেটি করতে পারেনি পাকিস্তান ফুটবল ফেডারেশন। বলা ভালো, করতে রাজি হয়নি তারা। এই সংশোধন হলে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সাংগঠনিক কাজ ও নির্বাচন সুষ্ঠুভাবে হত । পাকিস্তান ফেডারেশনের কাজকর্মেও ফিফা রাশ টানছে।“

যদিও ফিফার তরফ থেকে জানানো হয়েছে, নির্বাসন তখনই উঠবে, যখন এই সংশোধনগুলি নিজেদের সংবিধানে লাগু করবে পাকিস্তান ফুটবল ফেডারেশন। যদিও এই নির্বাসন নিয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনের নর্মালাইজেশন কমিটি চেয়ারম্যান হারুন মালিক জানিয়েছেন, ফিফা ও ফেডারেশন কংগ্রেসের মধ্যে যোগাযোগের অভাবে এমনটা ঘটেছে। তিনি বলেন, “ আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে ফিফা থেকে পিএফএফ-এর সংবিধানে কিছু সংশোধন আনতে চেয়েছিল। তবে পিএফএফ কংগ্রেসের সদস্যদের অধিকাংশই ফিফার প্রস্তাবে রাজি হননি।“

আরও পড়ুন- ফুটবলকে বিদায় মার্সেলোর, আবেগঘন বার্তা রোনাল্ডো-নেইমারের

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version