Tuesday, November 4, 2025

নতুন করে মাধ্যমিকের অ্যাডমিট পেতে স্কুলগুলিকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ!

Date:

সোমবার থেকে শুরু হতে চলেছে ২০২৫- এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। কিন্তু এখনও অনেক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড (Admit Card issue) পাননি বলে অভিযোগ উঠেছে। এবার আদালতের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার আগে জরিমানা দিয়ে অ্যাডমিট কার্ড নিতে হবে ছাত্র-ছাত্রীদের। স্কুলকে জরিমানা দিতে হবে ১০ হাজার টাকা। প্রতি পড়ুয়া পিছু জরিমানা দিতে হবে আরও ৫ হাজার। ইতিমধ্যেই পোর্টাল চালু করে অ্যাডমিট কার্ড বিতরণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhyasiksha Parshad)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ১০টা পর্যন্ত যেসব পরীক্ষার্থীরা অ্যাডমিট পাননি তাঁদের এনরোলমেন্ট করার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছে আদালত। হুগলির বেলমুড়ি স্কুলের এক মামলাকারীর অভিযোগ, তাঁর মেয়ের নামে অ্যাডমিট কার্ড ইস্যু না করে বোর্ড একই নামের অন্য এক পরীক্ষার্থীর নামে অ্যাডমিট কার্ড দিয়েছে। একাধিক স্কুলের অভিযোগ, স্কুলের প্রায় ২০০-২৫০ ছাত্র-ছাত্রীর নাম নথিভুক্ত করার জন্য একজন মাত্র কর্মী রয়েছেন, তাই কোথাও ভুল হয়ে থাকতেই পারে। যেহেতু এই হয়রানির জন্য মূলত স্কুলগুলিই দায়ী। তাই বিচারপতি জানিয়েছেন, নতুন করে এনরোলমেন্ট করে অ্যাডমিট পেতে স্কুলগুলিকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি প্রতি পরীক্ষার্থীদের মাথাপিছু ৫ হাজার টাকা প্রসেসিং ফি এবং এনরোলমেন্ট ফি ১৮৫ টাকা করে দিতে হবে। সেক্ষেত্রে ক্যাশ অথবা UPI-এর মাধ্যমে এই জরিমানা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version