Saturday, January 31, 2026

টেকনিশিয়ানদের সম্মান দেন না পরিচালকরা, ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধের অভিযোগ স্বরূপের

Date:

Share post:

ডিরেক্টর বনাম টেকনিশিয়ান দ্বন্দ্বে এবার পরিচালকদের একহাত নিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, শুটিং বন্ধ হওয়া কাঙ্খিত নয়। তবে এক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবেই পরিচালকরা এই পদক্ষেপ করেছেন। গত তিনদিন ধরে যেভাবে লাগাতার ফেডারেশনকে আক্রমণ করা হচ্ছে তা আসলে এই অরাজনৈতিক সংস্থার ৮ হাজার কর্মীকে অপমান বলে পাল্টা অভিযোগ করেন সভাপতি। স্বরূপ বলেন, আলোচনার রাস্তা সবসময় খোলা। কিন্তু রাহুল মুখ্যোপাধ্যায়ের ঘটনাকে শিখণ্ডী করে যেভাবে FCWTEI- এর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তা ঠিক নয়। তিনি তথ্য তুলে ধরে জানান কলাকুশলীদের স্বার্থকে সবার আগে গুরুত্ব দেয় ফেডারেশন। একটা শুটিং চললে অন্তত ১০০ জনকে সেখানে থাকতে দেখা যায়, যার মধ্যে FCWTEI এর সদস্য থাকেন মাত্র ৩৯-৩৫ জন। বাকিরা হয় পরিচালকদের পরিবারের লোক বা তাঁদের ঘনিষ্ঠমহল। তাহলে ফেডারেশন অতিরিক্ত লোক নিয়ে কাজ করতে জোর করে, এই অভিযোগ উঠছে কেন? ডিরেক্টরস গিল্ডকে চ্যালেঞ্জ ছুড়ে স্বরূপ বলেন, চাইলে ওনারা FCWTEI ইলেকশনে দাঁড়ান। পরিচালক গিল্ডের তো ইলেকশনও হয় না শুধুই সিলেকশন, কটাক্ষ ফেডারেশন সভাপতির।

স্বরূপ বলেন, এর আগেও শুটিং বন্ধ করে ফেডারেশনকে আক্রমণের চেষ্টা করা হয়েছিল। এটা একেবারেই অনাকাঙ্খিত। টলিউডে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি সামনে আসতেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের তরফে মিটিং-এর জন্য মেইল পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ফেডারেশন সভাপতি বলেন আগে ২৪ ঘণ্টা ধরে কাজ করানো হত। তাঁদের পদক্ষেপের কারণেই এখন ১৪ ঘণ্টা শুটিং হয়। FCTWEI সবসময় ৮০০০ কলাকুশলীদের পাশে আছে। তাই ফেডারেশন লেবার অ্যাক্ট অনুযায়ী কাজ করতে জানে। যারা এই অরাজনৈতিক সংস্থার কাজে রাজনীতি খুঁজছেন তাঁরা চাইলে ফেডারেশনের ইলেকশনে দাঁড়াতে পারেন। ৮ হাজার কর্মীদের ভোটে জিতে তাঁরা কথা বলুন। অযথা ফেডারেশনের এক্তিয়ার নিয়ে মন্তব্য করার বিরোধিতাও করেন স্বরূপ। শুক্রবার সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিয়োতে মিটিং করবেন অরূপ বিশ্বাস। জট কতটা কাটবে এখন সেটাই দেখার।

 

 

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...