Friday, December 19, 2025

টেকনিশিয়ানদের সম্মান দেন না পরিচালকরা, ইচ্ছাকৃতভাবে শুটিং বন্ধের অভিযোগ স্বরূপের

Date:

Share post:

ডিরেক্টর বনাম টেকনিশিয়ান দ্বন্দ্বে এবার পরিচালকদের একহাত নিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, শুটিং বন্ধ হওয়া কাঙ্খিত নয়। তবে এক্ষেত্রে ইচ্ছাকৃত ভাবেই পরিচালকরা এই পদক্ষেপ করেছেন। গত তিনদিন ধরে যেভাবে লাগাতার ফেডারেশনকে আক্রমণ করা হচ্ছে তা আসলে এই অরাজনৈতিক সংস্থার ৮ হাজার কর্মীকে অপমান বলে পাল্টা অভিযোগ করেন সভাপতি। স্বরূপ বলেন, আলোচনার রাস্তা সবসময় খোলা। কিন্তু রাহুল মুখ্যোপাধ্যায়ের ঘটনাকে শিখণ্ডী করে যেভাবে FCWTEI- এর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে তা ঠিক নয়। তিনি তথ্য তুলে ধরে জানান কলাকুশলীদের স্বার্থকে সবার আগে গুরুত্ব দেয় ফেডারেশন। একটা শুটিং চললে অন্তত ১০০ জনকে সেখানে থাকতে দেখা যায়, যার মধ্যে FCWTEI এর সদস্য থাকেন মাত্র ৩৯-৩৫ জন। বাকিরা হয় পরিচালকদের পরিবারের লোক বা তাঁদের ঘনিষ্ঠমহল। তাহলে ফেডারেশন অতিরিক্ত লোক নিয়ে কাজ করতে জোর করে, এই অভিযোগ উঠছে কেন? ডিরেক্টরস গিল্ডকে চ্যালেঞ্জ ছুড়ে স্বরূপ বলেন, চাইলে ওনারা FCWTEI ইলেকশনে দাঁড়ান। পরিচালক গিল্ডের তো ইলেকশনও হয় না শুধুই সিলেকশন, কটাক্ষ ফেডারেশন সভাপতির।

স্বরূপ বলেন, এর আগেও শুটিং বন্ধ করে ফেডারেশনকে আক্রমণের চেষ্টা করা হয়েছিল। এটা একেবারেই অনাকাঙ্খিত। টলিউডে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি সামনে আসতেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের তরফে মিটিং-এর জন্য মেইল পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ফেডারেশন সভাপতি বলেন আগে ২৪ ঘণ্টা ধরে কাজ করানো হত। তাঁদের পদক্ষেপের কারণেই এখন ১৪ ঘণ্টা শুটিং হয়। FCTWEI সবসময় ৮০০০ কলাকুশলীদের পাশে আছে। তাই ফেডারেশন লেবার অ্যাক্ট অনুযায়ী কাজ করতে জানে। যারা এই অরাজনৈতিক সংস্থার কাজে রাজনীতি খুঁজছেন তাঁরা চাইলে ফেডারেশনের ইলেকশনে দাঁড়াতে পারেন। ৮ হাজার কর্মীদের ভোটে জিতে তাঁরা কথা বলুন। অযথা ফেডারেশনের এক্তিয়ার নিয়ে মন্তব্য করার বিরোধিতাও করেন স্বরূপ। শুক্রবার সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিয়োতে মিটিং করবেন অরূপ বিশ্বাস। জট কতটা কাটবে এখন সেটাই দেখার।

 

 

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...