একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা

শুক্রবারই একধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার তাপমাত্রা। সকাল থেকেই বইছে উত্তুরে হাওয়া। রাজ্যজুড়ে ফের শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে তা কত দিন?‌ হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে বিদায় নেবে শীত।

আগামিকাল, শনিবার আরও একটু নামবে পারদ। সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে। আগামী সপ্তাহেই শীতের বিদায়।

পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। তবে আগামী সপ্তাহেই শীতের বিদায় পর্ব শুরু। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের ছয় জেলায় আজ, শুক্রবার মাঝারি কুয়াশার দাপট।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। শনিবার পারদ আরও নামার সম্ভাবনা। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে।