লাখের দোরগোড়ায় সোনা! রুপোর দামও ঊর্ধ্বমুখী

বিয়ের লগন শুরু হতে না হতে এক লাখের দোরগোড়ায় পৌঁছে গেল সোনার দাম (Gold Price) । আকাশ ছোঁয়া দাম বেড়েছে রুপোরও। বৈশাখের শুরুতেই মাথায় হাত মধ্যবিত্তের। দিল্লি, মুম্বই, পাটনা, ভুবনেশ্বর, জয়পুরসহ দেশের প্রায় সব বড় বড় শহরেই সোমবার (২১ এপ্রিল ২০২৫) ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাতানব্বই হাজার টাকার বেশি (GST ছাড়া)। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price in Kolkata) দাঁড়িয়েছে ৯৬ হাজার ৪৫০ টাকা। ১ কেজির উপর ৯৭ হাজার ৪৭ টাকা। এর সঙ্গে জিএসটি যোগ করলে সংখ্যাটা যে লাখের দোরগোড়ায় পৌঁছতে যে বেশি সময় নেবে না তা আঁচ করতে পারছেন বিশেষজ্ঞরা। অক্ষয় তৃতীয়ার আগে হলুদ ধাতু এত মহার্ঘ হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই।

কলকাতায় গত এক সপ্তাহে ২৪ ক্যারাট সোনার দাম এক লাফে ১ হাজার ৯১০ টাকা বেড়ে গিয়েছে। ২২ ক্যারাট সোনার দাম এই সপ্তাহের মধ্যেই বেড়ে গিয়েছে ১ হাজার ৭৫০ টাকা। সোমবার সকালে দেশের কয়েকটি জায়গায় ট্যাক্স সহ লাখের উপর চলে গেল পাকা সোনার দাম।

এক ঝলকে আজ (২১ এপ্রিল, সোমবার) সোনা -রুপোর দাম:-

সোনা – ২৪ ক্যারেট à§§ গ্রাম – ৯৬৪৫ টাকা

২২ ক্যারেট (ক্রয়মূল্য)১ গ্রাম- ৯১৬৫ টাকা

২২ ক্যারেট (বিক্রয়মূল্য) ১ গ্রাম- ৮৭৭৬ টাকা

রুপো – à§§ কেজির রুপোর দাম- ৯৭,০৪৭ টাকা