Monday, August 25, 2025

১) টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি টিম ইন্ডিয়ার। এখনো বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের মুডে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ জয়ের পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। আর এবার ক্রিকেটারদের বাদশাহী আংটি উপহার দিল বোর্ড। রত্নখচিত ওই আংটিতে বিশ্বজয়ের যাবতীয় স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এদিন এমনটাই জানান হয় বিসিসিআই-এর পক্ষ থেকে।

২) আজ আইএসএল-এর ম্যাচে পরবর্তী ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। শেষ ছয়ের আশা কার্যত শেষ। সুপার সিক্সে উঠতে গেলে রয়েছে অনেক অঙ্ক। যদিও লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুজো এইসব নিয়ে ভাবছেন না। বরং এখন লিগের বাকি ম্যাচ যে জয়ই পাখির চোখ, সেকথাই উঠে এল অস্কারের গলায়।

৩) চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? উঠছে প্রশ্ন। কারণ সূত্রের খবর, এনসিএতে করা হয়েছে বুমরাহর স্ক্যান এবং পরীক্ষা । আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব স্ক্যানের রিপোর্ট চলে আসবে। তারপরই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাঁকে এনসিএ-তেই থাকতে বলা হয়েছে।

৪) যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, সেই ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়িতেই বসল কুস্তি ফেডারেশনের অফিস। সম্প্রতি জানা যায় , কুস্তি ফেডারেশনের অফিস ব্রিজভূষণের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে কুস্তি ফেডারেশনের অফিস। কিন্তু কোথায় কি। সেই জনপথ থেকেই ফের চলবে দেশের কুস্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম।

৫) আবারও বিপাকে পাকিস্তান ফুটবল। বৃ্‌হস্পতিবার ফিফার তরফ থেকে নির্বাসিত করা হল পাকিস্তান ফুটবল ফেডারেশনকে । এই নিয়ে গত আট বছরে তিনবার নির্বাসিত করা হল পাকিস্তানকে। জানা যাচ্ছে, ফিফার নতুন সংশোধিত গঠনতন্ত্র মানতে রাজি নয় পিএফএফ। আর সেই কারণেই নির্বাসন নেমে এল পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর। যার ফলে নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য বিশেষ উপহার রোহিতদের, ভিডিও পোস্ট বিসিসিআই -এর

 

 

 

 

 

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...
Exit mobile version