Thursday, November 6, 2025

১) টি-২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি টিম ইন্ডিয়ার। এখনো বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের মুডে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ জয়ের পরই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল বিসিসিআই। আর এবার ক্রিকেটারদের বাদশাহী আংটি উপহার দিল বোর্ড। রত্নখচিত ওই আংটিতে বিশ্বজয়ের যাবতীয় স্মৃতি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। এদিন এমনটাই জানান হয় বিসিসিআই-এর পক্ষ থেকে।

২) আজ আইএসএল-এর ম্যাচে পরবর্তী ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদের সামনে চেন্নাইয়ান এফসি। শেষ ছয়ের আশা কার্যত শেষ। সুপার সিক্সে উঠতে গেলে রয়েছে অনেক অঙ্ক। যদিও লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুজো এইসব নিয়ে ভাবছেন না। বরং এখন লিগের বাকি ম্যাচ যে জয়ই পাখির চোখ, সেকথাই উঠে এল অস্কারের গলায়।

৩) চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? উঠছে প্রশ্ন। কারণ সূত্রের খবর, এনসিএতে করা হয়েছে বুমরাহর স্ক্যান এবং পরীক্ষা । আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব স্ক্যানের রিপোর্ট চলে আসবে। তারপরই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাঁকে এনসিএ-তেই থাকতে বলা হয়েছে।

৪) যার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, সেই ব্রিজভূষণ শরণ সিং-এর বাড়িতেই বসল কুস্তি ফেডারেশনের অফিস। সম্প্রতি জানা যায় , কুস্তি ফেডারেশনের অফিস ব্রিজভূষণের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। নতুন বাড়িতে স্থানান্তরিত করা হবে কুস্তি ফেডারেশনের অফিস। কিন্তু কোথায় কি। সেই জনপথ থেকেই ফের চলবে দেশের কুস্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম।

৫) আবারও বিপাকে পাকিস্তান ফুটবল। বৃ্‌হস্পতিবার ফিফার তরফ থেকে নির্বাসিত করা হল পাকিস্তান ফুটবল ফেডারেশনকে । এই নিয়ে গত আট বছরে তিনবার নির্বাসিত করা হল পাকিস্তানকে। জানা যাচ্ছে, ফিফার নতুন সংশোধিত গঠনতন্ত্র মানতে রাজি নয় পিএফএফ। আর সেই কারণেই নির্বাসন নেমে এল পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর। যার ফলে নির্বাসন না ওঠা পর্যন্ত কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে পারবে না পাকিস্তান।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য বিশেষ উপহার রোহিতদের, ভিডিও পোস্ট বিসিসিআই -এর

 

 

 

 

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version