ছোটদের ডার্বিতেও দাপট মোহনবাগানের, লাল-হলুদকে হারাল ৪-২ গোলে

এদিন প্রথম থেকেই ম্যাচে দাপট দেখায় মোহনবাগান। এক সময় ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন।

বড় হোক বা ছোট, ডার্বিতে দাপট অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারাল ৪-২ গোলে। এদিন কল্যাণীতে অনুর্ধ্ব-১৫ লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ওই ম্যাচে মোহনবাগানের হয়ে হ্যাটট্রিক করেছে রাজদীপ পাল। অপর গোলটি রোহিত বর্মনের। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন রোমিত দাস এবং শিশির সরকার।

এদিন প্রথম থেকেই ম্যাচে দাপট দেখায় মোহনবাগান। এক সময় ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন। তবে শেষ দিকে দু’টি গোল শোধ করে ইস্টবেঙ্গল। এদিন অনুর্ধ্ব-১৫ দলের বেশ কয়েকজন ফুটবলার কম থাকায় অনুর্ধ্ব-১৩ দলের ৭ ফুটবলারকে নামাতে হয়েছিল মোহনবাগানের। তবে সি দল নিয়েই দাপট দেখায় সবুজ-মেরুন। সব মিলিয়ে এই মরশুমে ডার্বি ভাগ্য দুর্দান্ত মোহনবাগানের।

এই লিগে আরও একটি ডার্বি হবে ৪ মার্চ। ফিরতি দফার ডার্বিতে মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কি খেলবেন বিরাট ? মুখ খুললেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ