ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কি খেলবেন বিরাট ? মুখ খুললেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

এদিন এক সংবাদ সংস্থাকে সীতাংশু কোটাক বলেন, “ রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য কোহলি তৈরি।

আগামিকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে ভারতীয় দল। কটকে হতে চলেছে এই ম্যাচ। তবে তার আগে একটাই প্রশ্ন দ্বিতীয় ম্যাচে কি খেলবেন বিরাট কোহলি? কারণ প্রথম ম্যাচে হাঁটুর চোটের কারণে মাঠে নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে কি খেলবেন বিরাট? আর এই নিয়ে এবার মুখ খুললেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক ।

এদিন এক সংবাদ সংস্থাকে সীতাংশু কোটাক বলেন, “ রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য কোহলি তৈরি। ও পুরো সুস্থ।” প্রথম ম্যাচে অভিষেক হয় টিম ইন্ডিয়ার তরুন ক্রিকেটার যশস্বী জসওয়ালের। কোহলি না খেলায় দলে নামনো হয় শ্রেয়স আইয়রকে। কোহলি খেললে কি তিন নম্বরে খেলা শ্রেয়স আইয়ারকে বসতে হবে দ্বিতীয় ম্যাচে? এই নিয়েও মুখ খোলেন সীতাংশু । তিনি বলেন, “এটা অধিনায়ক রোহিত ও কোচ গম্ভীরের উপর নির্ভর করছে। ওরা সিদ্ধান্ত নেবে। আমি বলতে পারব না।“

নাগপুরে বিরাটের বদলে তিন নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেছিলেন শ্রেয়স। মাত্র ৩০ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তুলেছিলেন। তাই দ্বিতীয় একদিনের ম্যাচে শ্রেয়সকে বসানো সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এছাড়া মিডল অর্ডারে শুভমন গিল বা লোকেশ রাহুলের বসার সম্ভাবনাও নেই। শুভমন ছিলেন প্রথম ম্যাচের নায়ক। দলের সহ-অধিনায়ক তিনি। রাহুল রান না পেলেও তিনি উইকেটরক্ষক। ফলে দ্বিতীয় ম্যাচে কোহলি ঢুকলে যশস্বীর বাদ পড়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- আগামিকাল দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে পুরীর জগন্নাথদেবের মন্দিরে পুজো অক্ষরদের