Monday, November 3, 2025

নিউটাউনের নাবালিকা ধর্ষণ-খুনের কিনারা পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নাবালিকাকে টোটোয় তুলে ধর্ষণ এবং তারপর খুন করে স্থানীয় এক টোটোচালক (e-ricksaw driver)। নিউটাউনের (Newtown) নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় সেই টোটো চালককে গ্রেফতার বিধাননগর পুলিশ। প্রাথমিক জেরায় অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে, বলে দাবি পুলিশের।

শুক্রবার নিউটাউনের খালধার থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের পরেই বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে বিধাননগর পুলিশ। শেষ পর্যন্ত জগতপুর এলাকার একটি সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়ে ওই নাবালিকা। এরপর সেই সন্ধ্যায় নাবালিকা কোথায় গিয়েছিল তা খুঁজতে শুরু হয় তল্লাশি। যে এলাকায় নাবালিকার দেহ উদ্ধার হয় সেখানকার একটি সিসিটিভি ফুটেছে নাবালিকাকে একটি ই-রিক্সায় (e-ricksaw) দেখা যায়। এরপর সেই সূত্রেই শুরু হয় তদন্ত।

পুলিশ ওই ই-রিক্সার (e-ricksaw) খোঁজ চালিয়ে চালক সৌমিত্র রায়কে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চলকর তথ্য। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আসা নাবালিকা বাড়ি ফিরতে চাইলে তারই পূর্ব পরিচিত স্থানীয় রিক্সাচালক সৌমিত্র রায় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো নাবালিকা তার রিক্সায় ওঠে।

পুলিশি জেরায় অভিযুক্ত সৌমিত্র জানিয়েছে, সে নাবালিকাকে রিক্সায় তুলে নিউটাউন (Newtown) সোনাঝুরি হাটের দিকে চলে যায়। সেখান থেকে ফের ঘুরে খাল ধারে আসে। সেখানেই তাকে ধর্ষণ ও খুন করে। এরপর দেহ ফেলা হয় খালপাড়ের ঝোপের মধ্যে। তবে এই ঘটনায় সৌমিত্রর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version