Thursday, August 21, 2025

নিউটাউনের নাবালিকা ধর্ষণ-খুনের কিনারা পুলিশের, গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নাবালিকাকে টোটোয় তুলে ধর্ষণ এবং তারপর খুন করে স্থানীয় এক টোটোচালক (e-ricksaw driver)। নিউটাউনের (Newtown) নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় সেই টোটো চালককে গ্রেফতার বিধাননগর পুলিশ। প্রাথমিক জেরায় অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে, বলে দাবি পুলিশের।

শুক্রবার নিউটাউনের খালধার থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের পরেই বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে বিধাননগর পুলিশ। শেষ পর্যন্ত জগতপুর এলাকার একটি সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়ে ওই নাবালিকা। এরপর সেই সন্ধ্যায় নাবালিকা কোথায় গিয়েছিল তা খুঁজতে শুরু হয় তল্লাশি। যে এলাকায় নাবালিকার দেহ উদ্ধার হয় সেখানকার একটি সিসিটিভি ফুটেছে নাবালিকাকে একটি ই-রিক্সায় (e-ricksaw) দেখা যায়। এরপর সেই সূত্রেই শুরু হয় তদন্ত।

পুলিশ ওই ই-রিক্সার (e-ricksaw) খোঁজ চালিয়ে চালক সৌমিত্র রায়কে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চলকর তথ্য। বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আসা নাবালিকা বাড়ি ফিরতে চাইলে তারই পূর্ব পরিচিত স্থানীয় রিক্সাচালক সৌমিত্র রায় তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই মতো নাবালিকা তার রিক্সায় ওঠে।

পুলিশি জেরায় অভিযুক্ত সৌমিত্র জানিয়েছে, সে নাবালিকাকে রিক্সায় তুলে নিউটাউন (Newtown) সোনাঝুরি হাটের দিকে চলে যায়। সেখান থেকে ফের ঘুরে খাল ধারে আসে। সেখানেই তাকে ধর্ষণ ও খুন করে। এরপর দেহ ফেলা হয় খালপাড়ের ঝোপের মধ্যে। তবে এই ঘটনায় সৌমিত্রর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version