এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের। এদিন কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে নেমেছিল ভারতীয় দল। সেই ম্যাচে ৪ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারত অধিনায়ক রোহিত শর্মা। শতরান করলেন তিনি। ১১৯ রান করেন ভারত অধিনায়ক। ভারতের হয়ে তিন উইকেট রবীন্দ্র জাদেজার। চোট সারিয়ে এই ম্যাচে নেমেছেন বিরাট কোহলি। তবে এদিনও রান পেলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। এই ম্যাচে অভিষেক হয় বরুণ চক্রবর্তীর। তিনি নেন এক উইকেট।
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে ৩০৪ রান করে ইংরেজরা। তবে ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ইংরেজরা। ২৬ রানে আউট হন সল্ট। তবে ইংল্যান্ডের হয়ে ব্যাট হতে দাপট দেখান জো রুট এবং ডুকেট। রুট করেন ৬৯ রান। ৬৫ রান করেন ডুকেট। ৪১ রান করেন লিভিংস্টোন। ৩৪ রান করেন বাটলার। হ্যারি ব্রুক করেন ৩১ রান। টিম ইন্ডিয়ার হয়ে তিন উকেট জাড্ডুর। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া এবং বরুণ চক্রবর্তীর।
জবাবে ব্যাট করতে নেমে সহজে তুলে নেয় টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারত অধিনায়ক। ১১৯ রান করেন তিনি। এই শতরানের সুবাদে ৩২তম শতরানটি করে ফেললেন রোহিত। দীর্ঘদিন রান পাচ্ছিলেন না রোহিত। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন ভারত অধিনায়ক। শেষ বার তিনি শতরান করেছিলেন গত বছর। এদিকে ব্যাট হাতে ৬০ রান করেন শুভমন গিল। তবে এদিনো রান পেলেন না বিরাট কোহলি। ৫ রান করেন তিনি। ৪৪ রান করেন শ্রেয়স আইয়র। ৪১ রানে অপরাজিত অক্ষর প্যাটেল। ইংরেজদের হয়ে ২ উইকেট ওভারটন। একটি করে উইকেট নেন আটকিনসন, আদিল রাশিদ এবং লিভিংস্টোন।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ে ভারতের সঙ্গে এই দেশকেও এগিয়ে রাখলেন অশ্বিন
–
–
–
–
–
–
–
–
–