Tuesday, November 4, 2025

রাত পোহালেই মাধ্যমিক! স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

রাত পোহালেই ১০ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা ব্যবস্থা ত্রুটিমুক্ত রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কোমর বেঁধে ময়দানে নেমেছে এবার মধ্যশিক্ষা পর্ষদও। চলতি বছর নকল রুখতে, মোবাইল ব্যবহার আটকাতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এবারও মাধ্যমিক পরীক্ষার জন্য থাকছে সরকারি বাসের বিশেষ পরিষেবা। মাধ্যমিকের জন্য আগামী ১০,১১, ১৫, ১৭, ১৮,১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি বিশেষ সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, বাসগুলি যাতে যানজটে না আটকে যায় সেটা নিশ্চিত করতে একাধিক ব্য়বস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করা হচ্ছে। রাস্তায় টানা যানজটের ফলে সমস্যা হতে পারে পরীক্ষার্থীদের। সেদিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম এই বাস চালাবে।

বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড টাঙানো থাকবে। অন্যান্যরা থাকলেও মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই বাসে অগ্রাধিকার দেওয়া হবে। যে সকল রুটে যাত্রী সংখ্যা বেশি থাকে বা বাসে প্রচন্ড ভিড় হয় সেখানে সকাল ৮টা ৪৫ মিনিটে ও সকাল ৯টা ১৫ মিনিটে বিশেষ বাসের ব্যবস্থা থাকবে। বাকি জায়গাগুলিতে সকাল ৯টায় বাস থাকবে। পরীক্ষা শেষ হওয়ার পরে দুপুর ২টো ১৫ মিনিটে ও দুপুর ২টো ৪৫ মিনিটে একেবারে শেষের বাসস্ট্যান্ড থেকে দুটি দফায় বাস ছাড়বে। কলকাতা ট্রাম সংস্থা টালিগঞ্জ থেকে ঘটকপুকুর, বারাসত থেকে আমতলা, ও ব্যারাকপুর, পার্ক সার্কাস থেকে ডানকুনি, হাওড়া স্টেশন থেকে খিদিরপুর হরিমোহন ঘোষ কলেজ, বেলগাছিয়া থেকে বিবাদি বাগ টিকিয়াপাড়া রুটে পরীক্ষা স্পেশাল বাস চলবে। এছাড়া দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড, কাঁকুরগাছি থেকে বেহালা, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, নিউটাউন থেকে শিয়ালদহ ও দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেডের মধ্য়ে সরকারি বাস চলবে। সরশুনা, ঠাকুরপুকুর, হরিদেবপুর, যাদবপুর, ব্যারাকপুর থেকে হাওড়াগামী রুটে বাস চালানো হবে। গড়িয়া ৫ নম্বর রুটে দেশপ্রিয় পার্ক হয়ে ও ৭ নম্বর রুটে টালিগঞ্জ হয়ে হাওড়াগামী বাস চলবে। সেই সঙ্গে বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড ও ডানলপ থেকে বালিগঞ্জের মধ্যে বাস চলবে বলেই পরিবহন দফতর সূত্রে খবর।

আরও পড়ুন- ফের ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতাকে দেওয়ার পক্ষে সওয়াল কল্যাণের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...

কমিশনের ‘ঐতিহাসিক’ SIR! আধার কার্ড বাতিলে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুললেন মমতা

ঘটা করে দেশের মানুষের জন্য আধার কার্ড ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কার্ডকে ইউনিক পরিচিতির নম্বর হিসাবে তুলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক মার! বেঙ্গালুরুতে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ শ্রমিক দম্পতির

বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক বাংলার এক দম্পতির উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সুন্দরী বিবি এবং তাঁর স্বামীকে...

নিউটাউনে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুতে অভিযুক্ত বিডিও!

সোনা চুরির অভিযোগ। তার জেরে বাড়ি গিয়ে হুমকি দিলেন বিডিও। তারপর অপহরণ। শেষে অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর (gold businessman)...