Sunday, November 9, 2025

ফের ডার্বি জয় বাগানের, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগে লাল-হলুদকে হারাল ১-০ গোলে

Date:

ফের ডার্বির রং সবুজ-মেরুন। এদিন ফের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জোনাল গ্রুপ স্টেজে লাল-হলুদের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল টংসিনয়ের। তবে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লাল-হলুদ। পেনাল্টি সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে পেনাল্টি মিস করেন জোসেফ জাস্টিন।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে প্রথমার্ধে কোন দলই গোলের দরজা খুলতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুণ। যার ফলে ম্যাচের ৫৯ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান । বাগানকে গোল করে এগিয়ে দেন টংসিন। মাঠের ডান দিক থেকে আসা ক্রস জালে জড়িয়ে দেন তিনি। এরপর ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যদিও দেখা যায় পেনাল্টি নিয়ে রয়েছে বিতর্ক। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সবুজ-মেরুন। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। পেনাল্টির সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। পেনাল্টি মারতে যান ইস্টবেঙ্গল ফুটবলার জোসেফ জাস্টিন। বল বাইরে মারেন তিনি। এই জয়ের ফলে মরশুমে ৯ টি ডার্বি জিতল মোহনবাগান।

গত শনিবার অনুর্ধ্ব-১৫ লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৪-২ গোলে হারিয়েছিল মোহনবাগান। গতকাল অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচে লাল-হলুদকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল সাগ্নিক কুণ্ডুর।

আরও পড়ুন-কতটা ফিট বুমরাহ, পারবেন খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি ? মুখ খুললেন জাদেজা

 

 

 

 

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version