Saturday, August 23, 2025

আজ, সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।প্রথম দিনেই ভুয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়ল চন্ডীতলায়!এদিন চন্ডীতলা গরলগাছা গার্লস হাই স্কুলের এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরিক্ষকদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা গিয়েছে, কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুনী। পরীক্ষার্থী ভূয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিশ। তরুনীর পরিচয় কি? কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল খতিয়ে দেখছে প্রশাসন।

যদিও প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করে ওই তরুণী। কিছুক্ষণ পর পুলিশি জেরায় ভেঙে পড়ে আসল সত্য বলে দেয় সে।প্রকৃত পরীক্ষার্থীর খোঁজ করছে পুলিশ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে।আগামী পাঁচ বছর তিনি পরীক্ষা দিতে পারবেন না।

এরই পাশাপাশি, নকল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসে হাওড়ায় হাতেনাতে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। জানা গিয়েছে, ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম মৈনাক মান্না। সে নকল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। মাজু আরএন বসু হাইস্কুলের পরীক্ষার্থী হিসেবে ভুয়ো অ্যাডমিট কার্ড তৈরি করে নওপাড়ার ইসলামপুর আদর্শ বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল।

পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই পরীক্ষকদের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতেই সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। এরপরই ভুয়ো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাজেয়াপ্ত করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মনোনীত হাওড়া জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম জানান, ‘ভুয়ো নথিপত্র তৈরি করে ছাত্রটি পরীক্ষা দিতে এসেছিল। তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বালিতে একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছ থেকে স্মার্ট ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ছাত্রের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version