Tuesday, November 4, 2025

বাবার বাধা, মিনাখাঁ পুলিশের হস্তক্ষেপে মাধ্যমিকে বসল পরীক্ষার্থী

Date:

জয়িতা মৌলিক
পরীক্ষা শুরু অ্যাডমিট কার্ড আনতে ভুল বা পরীক্ষা কেন্দ্র খুঁজে পাচ্ছে না পরীক্ষার্থী, পৌঁছতে পারছে না কেন্দ্রে- ত্রাতা পুলিশ। এই খবর প্রায়ই নজরে পড়ে। কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) প্রথমদিন এক পরীক্ষার্থীকে কার্যত পরীক্ষা বসাল পুলিশ। সাক্ষী মিনাখাঁ। বাবার বাধায় এবার মাধ্যমিক পরীক্ষায় বসাই বন্ধ হতে বসেছিল রেহানা খাতুনের। মিনাখাঁ থানায় (Minakhan P.S.) গিয়ে সমস্যা জানাতেই চিত্রটা বদলে গেল। বাবাকে থানায় ডেকে বুঝিয়ে, মেয়েকে পরীক্ষা হলে পৌঁছলেন পুলিশ আধিকারিক।

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শুরু হল সোমবার। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর পুলিশ। বেলা ১১ নাগাদ হঠাৎই থানায় হাজির মালিয়ারি দোথিকানার বাসিন্দা ধুতুরদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেহানা খাতুন। চোখে জল নিয়ে সে জানায়, তার বাবা আনার হসসাইন আকুঞ্জি তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে বাধা দিচ্ছেন। আটকে রেখেছেন অ্যাডমিট কার্ড (Admit Card)। এদিকে পরীক্ষাহলে ঢোকার সময় পেরিয়ে যাচ্ছে। মিনাখাঁর এসডিপিও কৌশিক বসাক জানান, পরীক্ষার্থীর থেকে সব শুনে থানাতেই আনার হসসাইনকে ডেকে পাঠানো হয়। তাঁকে বুঝিয়ে তাঁর থেকে কাগজপত্র নেন থানার অফিসাররা। এর পর মিনাখাঁ থানার সাব ইন্সপেক্টর রাহুল মণ্ডল গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ছাত্রীটিকে পৌঁছে দেন। কিন্তু ততক্ষণে পরীক্ষা হলে ঢোকার সময় পেরিয়ে গিয়েছে। তবে সাব ইন্সপেক্টর নিজে বিষয়টি বুঝিয়ে বলে ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা করে দেন। পুলিশের সাহায্যেই জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার বাধা টপকাতে পেরে খুশি রেহানা।
আরও খবর: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা রাজ্য সরকারের

এদিকে আরেক পরীক্ষার্থী মিনাখা গার্লস হাই স্কুলে পরীক্ষাকেন্দ্র হওয়া সত্ত্বেও, ভুল করে গড় চণ্ডীবাড়ি উচ্চ বিদ্যালয়ে চলে যায়। মিনাখাঁ থানার পুলিশ তাকেও তৎক্ষণাৎ পুলিশের গাড়ি করে তার সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে। এভাবেই পরীক্ষার্থীদের পাশে রয়েছে রাজ্য পুলিশ।

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version