আবারও গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukherjee)। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালের আইটিইউ-তে। সশরীরে সেখানে না গেলেও ফোনে সোমবারই শিল্পীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে রাজ্যের দুই মন্ত্রীকে তাঁর বিশেষ খেয়াল নেওয়ারও নির্দেশ দিলেন।
এর আগেও গুরুতর অসুস্থ হয়েছেন প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তখন তাঁর যাবতীয় চিকিৎসার দায়িত্ব রাজ্যের পক্ষে থেকেই নেওয়া হয়েছিল। এবারও তার ব্যত্যয় হল না। সোমবার দুপুরে বিধানসভা (assembly) থেকেই ফোনে খোঁজ খবর নেন তিনি। এই মুহূর্তে আইটিইউতে (ITU) রয়েছেন শিল্পী। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে নির্দেশ দিয়েছেন হাসপাতালে গিয়ে শিল্পীর খোঁজখবর নেওয়ার। যেহেতু আইটিইউতে রয়েছেন অসুস্থ শিল্পী তাই দুই মন্ত্রীকে সেখানে ঢুকতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে অসুস্থ প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে গিয়ে তাঁর গানও শুনেছিলেন মুখ্যমন্ত্রী। সাগ্রহে প্রতুল শুনিয়েছিলেন ‘আমি বাংলায় গান গাই’। এবার নিজে যেতে না পারলেও তার দুই মন্ত্রীকে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী।
–
–
–
–
–
–
–
–