Tuesday, August 12, 2025

রামপুরহাটে উদ্ধার ৩২০ বস্তা বিস্ফোরক! নাশকতার ছক? খতিয়ে দেখছে পুলিশ

Date:

বিপুল পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হল রামপুরহাটে (Rampurhat)। সোমবার রাতে একটি ট্রাক আটকে তল্লাশি চালানোর সময় ৩২০ বস্তা বিস্ফোরক পায় পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত  তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অত পরিমাণ বিস্ফোরক কোথায়, কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ তারাপীঠ যাওয়ার রাস্তায় রামপুরহাটের (Rampurhat) কাছে মুনসুবা মোড় এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি ট্রাককে আটকানো হয়। তল্লাশিতে ট্রাকের ভিতর থেকে ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়। মোট ১৬ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গাড়ির চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ওই অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহনের কোনও বৈধ কাগজ তাঁদের কাছে পাওয়া যায়নি। বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় দুজনকেই গ্রেফতার করা হয়। তাঁদের কথার সূত্র ধরে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। ট্রাকটি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে তারাপীঠ হয়ে ঝাড়খণ্ডের দেওঘরের সিরশিয়া যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।
আরও খবর: ম্যাকাউটে ছাত্রী মৃত্যুর ঘটনায় বাড়ছে বিক্ষোভ, বাতিল পরীক্ষা

বীরভূমের পুলিশ সুপার আমন দীপ জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কী কারণে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এর পিছনে কোনও নাশকতার ছক রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version