ফের বিপর্যয় উত্তর সিকিমে! ভেঙে পড়ল বেইলি ব্রিজ

ফের ভেঙে পড়ল বেইলি ব্রিজ। এবার উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগকারী সাঙ্গকেলাংয়ে ব্রিজটি ভেঙে পড়ে৷ একটি ছোট চারচাকা মালবাহী গাড়ি পার হওয়ার সময় সেতুর মাঝখান থেকে ভেঙে যায়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সেতুটি ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে।

সেতুটি মূলত গ্যাংটক হয়ে সাঙ্গকেলাং থেকে উত্তর সিকিমের যোগাযোগ ছিল। ফলে সেটি ভেঙে যাওয়ায় এখন সমস্ত যান চলাচল চুংথাং দিয়ে ঘুরে যেতে হবে। এর আগে বর্ষায় এই সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বহুদিন বন্ধ ছিল। প্রসঙ্গত ২০২৪-এ সেপ্টেম্বর মাসে পাহাড়ে অতি-বৃষ্টির ফলে এই সেতুটি ভেঙে পড়ার ফলে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন আর্মিদের সহযোগিতা নিয়ে এই সেতুটির পুনর্নির্মিত করা হয়। মঙ্গলবার ফের দুর্বল এই সেতুটি হঠাৎই ভেঙে পড়ে। এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, এই বেইলি ব্রিজটি বহুদিন ধরেই বিপর্যস্ত। দ্রুত এই ব্রিজটি মেরামতির কাজ শুরু হবে। সাঙ্গকেলাংয়ে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগের বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ায় সমস্ত গাড়ি চুংথাং দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বুধবার থেকে সেতু সারাইয়ের কাজে নামবে প্রশাসন।

আরও পড়ুন- আরজি কর মামলায় সন্দীপের বিরুদ্ধে কড়া মন্তব্য হাইকোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_