Monday, August 25, 2025

নয়ডায় এক পরিবারের সবাইকে ‘ডিজিটাল অ্যারেস্ট’! কোটি টাকা লুট সাইবার অপরাধীদের

Date:

উত্তরপ্রদেশের নয়ডায় একই পরিবারের সব সদস্যকে পাঁচ ঘণ্টার জন্য ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় (Family kept Digital Arrest for 5 hours in Noida) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম চন্দ্রভান পালীওয়াল (Chandravan Paliwal)। ওই পরিবারের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে চন্দ্রভানের কাছে। তাঁকে বলা হয় টেলিকম সংস্থা বিএসএনএলের (BSNL) সঙ্গে দ্রুত যোগাযোগ না করলে সিম কার্ড ব্লক করে দেওয়া হবে। এরপরই এক ব্যক্তি নিজেকে মুম্বাইয়ের কোলাবা থানার আইপিএস অফিসার পরিচয় দিয়ে চন্দ্রভানকে ভিডিয়ো কল করেন। বলা হয়, তাঁর বিরুদ্ধে ২৪টি জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতারণার মামলা রয়েছে। গ্রেফতারি থেকে বাঁচতে হলে প্রয়োজনীয় টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে পুরো পরিবারকে অ্যারেস্ট করার হুমকিও দেন ‘পুলিশ’ পরিচয় দেওয়া ‘অপরাধী’। এরপরই পালীওয়ালের কাজ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমেছে নয়দা থানার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট (Cyber Crime Department)। টেলিকম সংস্থার সঙ্গেও কথা বলছেন গোয়েন্দারা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version