Thursday, November 6, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহকে নিয়ে শেষ পর্যন্ত অপেক্ষায় বোর্ড, তৈরি বিকল্পও

Date:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাপিয়ন্স ট্রফির আসর। আর এই টুর্নামেন্ট শুরুর আগে একটাই প্রশ্ন ভারতীয় সমর্থকদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ। আর এই নিয়ে এল বড় আপডেট। বুমরাহর খেলা নিয়ে এখনও কোন নিশ্চয়তা আসেনি । তাই বিকল্প ক্রিকেটার তৈরি রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সিডনি টেস্টে চোটের পর এখনও মাঠে নামেননি বুমরাহ। এই মুহুর্তে এনসিএতে রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে বুমরাহর। এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বুমরাহকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। যদি তাঁর খেলার ১ শতাংশ সম্ভাবনাও থাকে তা হলে তাঁকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হবে। কিন্তু যদি কোনও ভাবেই বুমরাহ খেলতে না পারেন, তাহলে পরিবর্ত ঘোষণা করতে হবে। আর এক্ষেত্রে বুমরাহ না খেললে দলে ঢুকবেন হর্ষিত রানা। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় বুমরাহের পরিবর্ত হিসাবে খেলছেন হর্ষিত। এই নিয়ে ওই সূত্র বলেন, “ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিয়ো তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিয়ো কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহের।“

এখানেই না থেমে ওই কর্তা আরও বলেন, “যদি বুমরাহের ১ শতাংশও খেলার সম্ভাবনা থাকে, তাহলে বোর্ড অপেক্ষা করবে। এক দিনের বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্ত হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণার নাম ঘোষণার আগে দু’সপ্তাহ অপেক্ষা করা হয়েছিল। বিশ্বকাপের আগে শুভমন যখন অসুস্থ হল তখনও ওর বিকল্প ঘোষণা করা হয়নি। বুমরাহের ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড। যদি বুমরাহ শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে না পারে তাহলে তো পরেও টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে পরিবর্ত ঘোষণা করা যাবে। বোর্ড সেই পথ নিতে চাইছে।“

আরও পড়ুন- কোন ক্লাবে যাচ্ছেন রোনাল্ডো ? এল বড় আপডেট

Related articles

KIFF: কেউ নস্টালজিক, কারোর নজরে বিশ্বের সিনেমা – চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে খোশমেজাজে তারকারা

অপেক্ষার অবসানে শুরু হল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য...

কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঋত্বিক-উত্তম স্মরণ সৌরভের

ক্রিকেটের ২২ গজ হোক বা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের মঞ্চ সর্বত্রই সাবলীল সৌরভ গঙ্গোপাধ্যায়sourav ganguly)। বৃহসস্পতিবার সিনেমা জগতের তারকাদের...

SSC-র একাদশ-দ্বাদশের ফলপ্রকাশ শুক্রবার, রাত ৮ টার পরে কমিশনের ওয়েবসাইটে রেজাল্ট 

শুক্রবার প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ ও দ্বাদশ শ্রেণির ফলাফল। রাত আটটার পরে কমিশনের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন...

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০...
Exit mobile version