Friday, August 22, 2025

কলকাতার সঙ্গে ওতপ্রোত জড়িত হলুদ ট্যাক্সি।ভিক্টোরিয়া, ট্রামের মত হলুদ ট্যাক্সিও শহর কলকাতার একটি ঐতিহ্য। কিন্তু, ট্রামের মতো হলুদ ট্যাক্সির ঐতিহ্যকে ঘিরেও দিন কয়েক আগে গেল গেল রব উঠেছিল। পরিবেশ রক্ষার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে ১৫ বছরের বেশি পুরানো প্রায় ২৫০০ ট্যাক্সিকে সরকারের তরফে রাস্তায় নামার অযোগ্য হিসাবে ঘোষণা করা হয়। ফলে, উদ্বেগে পড়ে যান ট্যাক্সি চালকরা। কলকাতার এই সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার শঙ্কায় কপালে ভাঁজ পড়ে নাগরিকদের একাংশের। এবার সম্পূর্ণ নতুন রূপে শহরে প্রবেশ করতে চলেছে কলকাতার এই আইকন।

শহরে আসতে চলেছে ইকো-ফ্রেন্ডলি সিএনজি ট্যাক্সি। এই সিএনজি ট্যাক্সিগুলিকে সম্পূর্ণভাবে ক্লাসিক হলুদ রঙে রাঙিয়ে তোলা হয়েছে। রয়েছে নীল রঙের বর্ডারও। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫০ টি সিএনজি ট্যাক্সি কলকাতার রাস্তায় দেখতে পাওয়া যাবে।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সরকার এবং এই পরিষেবার অপারেটরের মধ্যে একটি মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে। এবিষয়ক তথ্য প্রদানকারী ব্যক্তির পক্ষ থেকেই এই প্রসঙ্গে জানানো হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য, শহরের রাস্তা থেকে হলুদ ট্যাক্সির বিলুপ্ত হয়ে যাওয়া প্রতিরোধ করা। একইসঙ্গে কলকাতার যাত্রীদের প্রত্যাশা এবং চাহিদার কথা মাথায় রেখে অর্থনৈতিকভাবে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন শীর্ষকর্তারা।

এই প্রসঙ্গে সংস্থা জানিয়েছে, শীঘ্রই কলকাতার রাস্তায় প্রায় ১৫০ টি ইকো-ফ্রেন্ডলি ট্যাক্সি পরিষেবা প্রদান করতে শুরু করবে। এগুলি সিএনজির মাধ্যমে চালানো হবে। রাজ্য সরকারের যাত্রী সাথি (Yatri Sathi) অ্যাপে এই ট্যাক্সিগুলি বুক করা যাবে। আগামীতে প্রতি মাসে কোম্পানি ধারাবাহিকভাবে এই পরিষেবায় আরও যানবাহন যুক্ত করার পরিকল্পনা করছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version